জেলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন শালবনি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আমন্ত্রণমূলক ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল শালবনির ঢ্যাঙ্গাশোল শ্রীদাম ইলেভেন। বৃহস্পতিবার ফাইনালে তারা মেদিনীপুরের হবিবপুর বঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে। ম্যাচের সেরা হয়েছেন শ্রীদাম ইলেভেনের গোরা সরেন। গোরা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছেন। ৭টি গোল করেছেন তিনি।
এ দিন খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। চ্যাম্পিয়ন ও রানার্স দুই দলের খেলোয়াড়দের ট্রফি দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, আইএফএ-র কোষাধ্যক্ষ কৃষ্ণদাস পাল, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক জগবন্ধু অধিকারী।
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গত ৭ জুলাই থেকে মেদিনীপুরে শুরু হয় আমন্ত্রণমূলক ফুটবল লিগ। খেলা হয় অরিবন্দ স্টেডিয়ামে। জেলার বিভিন্ন প্রান্তের মোট ১৬টি দল টুর্নামেন্টে যোগ দেয়। |
|
ফাইনাল খেলার একটি মুহূর্ত। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রতিটি গ্রুপে চারটি করে দল ছিল। লিগ পর্যায়ের খেলাগুলি চলে ২৯ জুলাই পর্যন্ত। পরে দু’টি সেমিফাইনাল হয়। আর বৃহস্পতিবার ছিল ফাইনাল।
এ দিন ফাইনাল খেলা ঘিরে শুরু থেকেই গ্যালারিতে উত্তেজনা ছিল। দু’দলের সমর্থকেরাই খেলা দেখতে ভিড় করেছিলেন। প্রথমার্ধে দু’দলই একটি করে গোল করে। ফলে দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে। শেষমেশ ৩- ২ গোলে হবিবপুর বঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শালবনির ঢ্যাঙ্গাশোল শ্রীদাম ইলেভেন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আশিস চক্রবর্তী বলছিলেন, “টুর্নামেন্টে বেশ কয়েকজন তরুণ ফুটবলার ভাল খেলেছেন। প্রশিক্ষণের সুযোগ পেলে আগামী দিনে এঁরা আরও ভাল খেলবে।” এ দিন ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন রেফারি ইন্দ্রজিৎ পাণিগ্রাহী। আগামী বছরও এমন ফুটবল লিগের আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা। |
|