টুকরো খবর |
তৃণমূলেরই বিরোধী নেতা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলশহরে পুরবোর্ড হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার পদ তারাই নেবে বলে জানিয়ে দিল তৃণমূল। বৃহস্পতিবার খড়্গপুরে দলের শহর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দলীয় সূত্রের খবর, এ দিন বৈঠকে উপস্থিত কাউন্সিলররা বিদায়ী উপ-পুরপ্রধান তুষার চৌধুরীর নাম বিরোধী দলনেতার পদের জন্য প্রস্তাব করেছেন। দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি মিললে তুষারবাবুই হবেন বিরোধী দলনেতা। রেলশহরে তৃণমূলের কোন্দল কোনও নতুন কথা নয়। এ দিনের বৈঠক ঘিরে ফের তা একবার প্রকাশ্যে এসেছে। এ দিনের বৈঠকে গরহাজির ছিলেন প্রাক্তন পুরপ্রধান জহরলাল পাল ও দুই কাউন্সিলর জয়া পাল এবং মহম্মদ আকবর। জয়াদেবী জহরবাবুর পুত্রবধূ। আর আকবর প্রাক্তন পুরপ্রধানের অন্যতম অনুগামী। এ প্রসঙ্গে তৃণমূলের শহর সভাপতি দেবাশিস চৌধুরী বলেন, “অনুপস্থিত কাউন্সিলরদের কাছে গরহাজিরার কারণ জানতে চাওয়া হবে।” প্রসঙ্গত, সম্প্রতি পালাবদল হয়েছে খড়্গপুর পুরসভায়। বিজেপি ও নির্দল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বোর্ড গড়েছে কংগ্রেস। নতুন পুরপ্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেসের রবিশঙ্কর পাণ্ডে।
|
জয়ীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ত্রি-স্তর পঞ্চায়েতে দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার শালবনির পিড়াকাটায় সভা করল তৃণমূল। জয়ী প্রার্থীদের সংবর্ধিতও করা হয়। ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, দলের জেলা সভাপতি দীনেন রায়, দুই জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ এবং নির্মল ঘোষ। দলের শালবনি ব্লক সভাপতি নেপাল সিংহ জানান, কী ভাবে পঞ্চায়েত গঠন হবে, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে জেলা নেতৃত্ব জানান, এ বারের পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূলকে বিপুল ভাবে সমর্থন করেছেন। তাই দলের সকলকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কিছু সমস্যা হলে জেলা নেতৃত্বকে জানানোর পরামর্শও দেওয়া হয়।
|
রবীন্দ্র স্মরণে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মেদিনীপুরে কবিপ্রণাম।—নিজস্ব চিত্র। |
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর বিদ্যাসাগর হলে স্মরণানুষ্ঠান করল জেলা তথ্য ও সংস্কৃতি দফতর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী প্রমুখ। কথায়-গানে-নাচে স্মরণ করা হয় কবিগুরুকে। মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে খড়্গপুরেও এক অনুষ্ঠান হয়। জেলার বিভিন্ন এলাকায় স্কুল ও নানা সংগঠনও বাইশে শ্রাবণ কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
|
শ্রমিকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুর শহরের খরিদা রেলক্রসিংয়ে কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন এক শ্রমিক। হাসপাতালে মৃত্যু হল তাঁর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ঘটনার পরে সইমুদ্দিন শেখ (১৯) নামে ওই শ্রমিককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি মুর্শিদাবাদের লালগোলার সাহাচকে। |
|