|
|
|
|
|
সরকারি প্রকল্পের প্রচার
এ বার ফেসবুক, টুইটারে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
|
|
আপনার ফেসবুকের পাতায় এ বার দেখতে পাবেন সরকারের সামাজিক প্রকল্পের বিজ্ঞাপন। খাদ্য সুরক্ষা, বিধবা পেনশন, স্বাস্থ্য বিমা, গ্রাম ও শহরে স্বাস্থ্য মিশন প্রকল্পের মাধ্যমে কী ধরনের সুবিধা মানুষ পেতে পারেন, তারও প্রচুর তথ্য মিলবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সব ওয়েবসাইটে। সরকারের এই সব প্রকল্প ও কর্মসূচির প্রচারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে একটি ‘নতুন মিডিয়া বিভাগ’ শুরু করার ব্যাপারে আজ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
অবশ্য সরকারের এই পদক্ষেপের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। রাজনীতির কারবারিদের মতে, লোকসভা ভোটের আগে সরকারি প্রকল্পের ঢালাও প্রচারের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন না, সোশ্যাল মিডিয়া যে জনমত গঠনে বড় ভূমিকা নিচ্ছে তা ক্রমশই স্পষ্ট। সেটা আগে থেকে বুঝে বিজেপি তথা নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রচার শুরু করে দিয়েছেন। বস্তুত মোদী-বাহিনীর সেই প্রচার কংগ্রেসকে রীতিমতো চাপেও ফেলে দিয়েছে। দু’দিন আগে পাক হামলা প্রশ্নে প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির বিবৃতি নিয়ে বিজেপি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমুল সরকার-বিরোধী প্রচার গড়ে তুলেছিল। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, চাপে পড়ে শেষ পর্যন্ত পাক প্রশ্নে সনিয়া-রাহুলও বিবৃতি দিতে বাধ্য হন। সরকারের একটি সূত্র বলছে, শুধু কেন্দ্রের প্রকল্পের বিষয়-আশয় নয়, বিভিন্ন বিষয়ে সরকারের বিবৃতিও এ বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হবে। বস্তুত ফেসবুক, টুইটারের মতো মাধ্যমকে ব্যবহার করে সরকার নিজের সব প্রকল্পের প্রচারের বিষয়কে কতটা গুরুত্ব দিচ্ছে, তা মন্ত্রিসভার সিদ্ধান্তের বহর থেকেই স্পষ্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক জন যুগ্ম সচিবের নেতৃত্বে এই নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্র এর জন্য সাড়ে বাইশ কোটি টাকা বরাদ্দ করেছে। |
|
|
|
|
|