একুশ জুলাইয়ের সমাবেশ পিছিয়ে গিয়েছে নভেম্বরে। কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সভা একদিন আগে এগিয়ে আনা হল। সাবেক ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ অগস্ট। তৃণমূল তৈরির পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই দিনেই দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হয়। এবারই তার ব্যতিক্রম হচ্ছে। একদিন আগেই, ২৭ অগস্ট ময়দানে গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ হবে। ওই সমাবেশে প্রধান বক্তা মমতা।
বস্তুত, পঞ্চায়েত ভোটের পরে ২৭ অগস্টেই জনতার সামনে মমতার প্রথম সভা। একদিন আগে প্রতিষ্ঠা দিবস পালন করা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পন্ডা বৃহস্পতিবার জানান, ২৯ অগস্ট থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা শুরু হবে। সে কথা মাথায় রেখেই সমাবেশের দিন বদল করা হয়েছে। তিনি বলেন, “ওই সমাবেশ থেকে নেত্রী পরবর্তী কর্মসূচির দিকনির্দেশ করবেন।”
তৃণমূল অন্দরের খবর, ২৮ তারিখ জন্মাষ্টমী বলেই নেত্রীর নির্দেশে সমাবেশের দিন এগিয়ে আনা হয়েছে। প্রতিপক্ষ ছাত্র সংগঠন একদিন আগেই সমাবেশ করছে শুনে অবশ্য বিস্মিত নন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায়। শাসক দলের নেতৃত্ব মহাকরণে মণীষীদের জন্মদিন বা মৃত্যুদিন একদিন আগে-পরে পালন করেই থাকেন জানিয়ে রাহুল বলেন,“শুনে ভাল লাগছে এ বার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ একদিন আগে হচ্ছে। আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসটা ছিনতাই করে ওঁরা ২৮ অগস্টেই সভা করতেন। এ বার তা থেকে রেহাই পাওয়া গেল!” |