মহিলা যাত্রীদের নিরাপত্তায় কলকাতা মেট্রোর প্রথম কামরাটি সংরক্ষিত করার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক।
এর আগেও এক বার এই প্রচেষ্টা হয়েছিল, সফল হয়নি। কিন্তু ইদানীং যে ভাবে মেট্রোতে শ্লীলতাহানির ঘটনা বাড়ছে, সে কথা মাথায় রেখে আর ঝুঁকি নিতে চাইছে না রেল বোর্ড। তাই খুব দ্রুত দিল্লির ধাঁচে কলকাতা মেট্রোতেও মহিলাদের জন্য একটি কামরা বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর সঙ্গে রেল বোর্ডের কর্তাদের একটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
গত তিন মাসে কলকাতা মেট্রোয় ১৪টি শ্লীলতাহানির অভিযোগ এসেছে। প্রতিটি ঘটনাতেই গ্রেফতার হয়েছেন অভিযুক্তেরা। কিন্তু মন্ত্রক মনে করছে, বাস্তবে শ্লীসতাহানির ঘটনা আরও অনেক বেশি। অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা ঝামেলা এড়াতে অভিযোগ নথিভুক্ত করাতে চান না। ফলে প্রকৃত সংখ্যাটি জানা সম্ভব হয় না। সম্প্রতি দমদম স্টেশনে মেট্রোরই এক কর্তার স্ত্রী ও তাঁর পুত্রবধূর সঙ্গে অশালীন আচরণের বিষয়টি সামনে আসার পরেই নড়েচড়ে বসেন মেট্রো কর্তারা। তার পরেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক।
এর আগে একবার মাঝখানের একটি কামরা পরীক্ষামূলক ভাবে মহিলাদের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো। বিষয়টি নিয়ে যথেষ্ট প্রচার না হওয়ায় অফিস টাইমের ভিড়ে পুরুষ যাত্রীরা প্রায়শই ওই কামরায় ভুল করে উঠে পড়ছিলেন। |
বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় মাসখানেকের মধ্যেই ওই পরীক্ষা বন্ধ করে দেন রেল কর্তৃপক্ষ। পরিবর্তে বাড়ানো হয় রেল পুলিশের সংখ্যা। বর্তমানে মেট্রোয় মহিলা যাত্রীদের সুরক্ষায় দশ জনের একটি মহিলা আরপিএফ দল সকাল থেকে রাত পর্যন্ত চলন্ত ট্রেনে প্রহরা দেন। দমদমের ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষ সেই সংখ্যা দ্বিগুণ করেছে। কিন্তু তাতেও খুব একটা লাভ না হওয়ায় এ বার ফের মহিলাদের জন্য একটি আলাদা কামরা সংরক্ষিত করার জন্য উদ্যোগী হয়েছেন অধীরবাবু।
আজ অধীর বলেন, “কলকাতা মেট্রোয় মহিলারা যাতে শান্তিতে যাতায়াত করতে পারেন তার জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রেনের কোন অংশে মহিলা কামরা থাকবে তা খতিয়ে দেখা হচ্ছে। যাতে পুরুষ যাত্রীরা ওই কামরায় ভুল করে উঠে না পড়েন সে জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।” মন্ত্রক সূত্রের খবর, এ ক্ষেত্রে দিল্লি মডেলই অনুসরণ করার কথা ভাবা হচ্ছে। দিল্লি মেট্রোর প্রতিটি ট্রেনের প্রথম কামরাটি মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। স্টেশনেও মহিলা কামরাটি কোথায় এসে দাঁড়াবে তা চিহ্নিত করা থাকে। প্রথম কামরাটি যে মহিলাদের জন্য, সে কথা নিয়মিত ভাবে প্ল্যাটফর্মে ঘোষণা করা হয়। কলকাতা মেট্রোও সেই মডেল মেনেই এগোতে চাইছে। সেই সঙ্গে বর্তমানে মেট্রোর প্রতিটি কামরায় যে ভাবে মহিলাদের আসন সংরক্ষিত করা রয়েছে সেটিও চালু থাকছে।
বর্তমানে কলকাতা মেট্রোর কাছে যে তথ্য রয়েছে তাতে দমদম, শ্যামবাজার, চাঁদনী চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, কালিঘাট ও টালিগঞ্জ স্টেশনে যাত্রীর ভিড় সবথেকে বেশি। ওই স্টেশনগুলিতে শ্লীলতাহানির ঘটনা ঠেকাতে অতিরিক্ত পুলিশ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয় মন্ত্রক। বাড়ানো হচ্ছে সাদা পোশাকের পুলিশি টহলও। |