টুকরো খবর
শিক্ষক-কাজিয়ায় স্কুলে বিক্ষোভ
বিধাননগর মিউনিসিপাল স্কুলে প্রধান শিক্ষিকার সঙ্গে কিছু শিক্ষকের গোলমালের জেরে বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলে। স্কুল সূত্রের খবর, সম্প্রতি পাঁচ ছাত্র পরিচালন সমিতির কাছে ১১ জন শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে, ওই শিক্ষকেরা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে চক্রান্ত করছেন। ওই শিক্ষকদের পাল্টা অভিযোগ, প্রধান শিক্ষিকার নির্দেশেই ছাত্রেরা এ কথা লিখতে বাধ্য হয়েছে। ওই ছাত্রদেরই দু’-এক জন সেটা ফাঁস করে দিয়েছে বলে তাঁদের দাবি। ওই শিক্ষকেরা এ দিন প্রধান শিক্ষিকার ঘরে গিয়ে জবাবদিহি চান। এক দল ছাত্রও তাঁদের সঙ্গী হয়। প্রধান শিক্ষিকা ভাস্বতী চক্রবর্তী বলেন, “আমার বিরুদ্ধে ছাত্রদের দিয়ে চিঠি লেখানো হচ্ছে বলে এক ছাত্র আমাকে জানায়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাতে বলি।” পরিচালন কমিটির সম্পাদক তথা সল্টলেক পুরসভার চেয়ারম্যান পারিষদ অশেষ মুখোপাধ্যায় জানান, ওই স্কুলে বহু দিন সমস্যা চলছে। পরিচালন সমিতিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

জট কাটল মেট্রোর
মেট্রো রেল ও রাজ্য সরকারের দ্বিপাক্ষিক বৈঠকে জট কাটল দত্তাবাদের ইস্ট-ওয়েস্ট মেট্রোর। প্রশাসন সূত্রে খবর, ২৩ অগস্ট থেকে ওই এলাকায় কাজ শুরু হবে। রাজ্য সরকারের এক কর্তা জানান, দত্তাবাদে স্থানীয় কিছু বাসিন্দার বাধায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ আটকে গিয়েছিল। তা কাটাতে বৃহস্পতিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ পুর দফতরের কর্তারা ও মেট্রো রেল নিগমের কর্তারা বৈঠকে বসেন। ছিলেন সল্টলেকের বিধায়ক সুজিত বসু ও বিধাননগর পুরসভার ভাইস-চেয়ারম্যান সব্যসাচী দত্ত। পুর দফতরের এক কর্তা বলেন, “ওই এলাকায় ৮ জন বাড়ির মালিক ৩৫টি পরিবারকে ভাড়া দিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।”

পুরনো খবর:
রবীন্দ্র-প্রয়াণ দিবস পালন
ছবি: দেবাশিস রায়
রবীন্দ্র-প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায়চৌধুরী। বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে আয়োজিত ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রবীন্দ্র সদনের আশপাশের এলাকা জুড়ে সাংস্কৃতিক অঞ্চল গড়ে তুলতে চায় রাজ্য সরকার। অনুষ্ঠানে সব্যসাচীবাবু রবীন্দ্রভারতীর রক্ষণাবেক্ষণে মুখ্যমন্ত্রীর কাছে সরকারি সাহায্যের আবেদন জানান। মমতা বলেন, “রবীন্দ্রনাথ আছেন বিশ্ব জুড়ে। যিনি হৃদয় জুড়ে আছেন, তাঁর স্মৃতিবিজড়িত স্থানের রক্ষণাবেক্ষণের জন্য সহায়তা করা খুবই সামান্য ব্যাপার। আপনারা পরিকল্পনা করুন। আমরা সাহায্য করার জন্য বসে আছি।” অনুষ্ঠান শেষে দর্শকদের অনুরোধে একটি গানও করেন মুখ্যমন্ত্রী। এ দিন ওই ক্যাম্পাসে তিনি একটি পরীক্ষাগারেরও উদ্বোধন করেন।

পুরনো টার্মিনাল থেকে হজের উড়ানের আর্জি
হজযাত্রীদের যাতায়াতের জন্য কলকাতা বিমানবন্দরের পুরনো আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহারের অনুমতি চাইল রাজ্য হজ কমিটি। এই মর্মে কেন্দ্রীয় বিমান মন্ত্রককে চিঠি দিয়েছে তারা। গত মার্চে বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হয়েছে। সেখান থেকেই এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান যাতায়াত করছে। ফলে পুরনো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দু’টি টার্মিনালই কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের দাবি, কৈখালির হজ হাউস থেকে হজযাত্রীরা যাতে সরাসরি পুরনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকেই বিমানে উঠতে পারেন, তার ব্যবস্থা করা হোক। এতে সাধারণ যাত্রী বা হজযাত্রী, কারও অসুবিধা হবে না। হজ কমিটি জানিয়েছে, এ বার বাংলা থেকে প্রায় ১০ হাজার মানুষ হজ করতে যাবেন। অসম, বিহার, ঝাড়খণ্ড থেকে যাবেন আরও প্রায় এক হাজার মানুষ। কলকাতা থেকে হজের প্রথম উড়ান ৭ সেপ্টেম্বর। প্রায় এক মাস ধরে হজযাত্রীরা আরবে পাড়ি দেবেন হজ করতে। কোরবানির পরে কলকাতায় ফেরার পালা চলবে দেড় সপ্তাহ ধরে।

বেশি বিদেশি মুদ্রা রাখায় গ্রেফতার
নিয়ম ভেঙে বাড়তি বিদেশি মুদ্রা আনতে গিয়ে ধরা পড়লেন গুল খেমানি নামে এক বিমানযাত্রী। আদি বাড়ি কলকাতায় হলেও তিনি এখন পাকাপাকি ভাবে সুইৎজারল্যান্ডের বাসিন্দা। জুরিখ থেকে দুবাই ঘুরে বৃহস্পতিবার কলকাতায় নামার পরে দেখা যায়, তাঁর কাছে রয়েছে প্রায় ১৬ হাজার সুইস ফ্রাঁ। ভারতীয় মুদ্রায় প্রায় ১১ লক্ষ টাকা। শুল্ক দফতর গ্রেফতার করেছে তাঁকে। শুল্ক অফিসার জানান, নিয়ম অনুযায়ী পাঁচ হাজার ডলার বা সমমূল্যের অন্য বিদেশি মুদ্রা আনা যায়।

নাবালিকা উদ্ধার, ধৃত ২
নাবালিকা পাচারের পথে রবীন্দ্র সরণিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম সুবীর জানা ও মনোজ বেরা। উদ্ধার করা হয়েছে এক নাবালিকাকে। পুলিশ জানায়, এক বছর আগে বাংলাদেশ থেকে ওই নাবালিকাকে এনে এক মহিলা ভুবনেশ্বরে শঙ্কর নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে ফের তাকে বিক্রি করা হয় সুবীরের কাছে। রবীন্দ্র সরণির বাসিন্দা মনোজের কাছে বেচে দেওয়ার সুবীর ওই নাবালিকাকে কলকাতায় আনে। দুর্বার মহিলা সমন্বয় সমিতি পুলিশে খবর দেয়। তার ভিত্তিতেই এই গ্রেফতারি। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে।

কলেজে ভর্তির সময় বাড়ল
স্নাতকের প্রথম বর্ষে ভর্তির দিন বাড়াল কলকাতা বিশ্ববিদ্যালয়। ওই ভর্তির সময়সীমা ছিল ৮ অগস্ট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “ভর্তির সময়সীমা বাড়িয়ে ২১ অগস্ট করা হয়েছে।” তিনি জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাত্রছাত্রীরা বিষয় পরিবর্তন করতে পারবেন। কোনও কলেজ আসন বাড়াতে চেয়ে আবেদন জানালে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ ১০ শতাংশ আসন বাড়ানোর কথা বিবেচনা করতে পারেন।

নেশার ওষুধ-সহ গ্রেফতার ৪
বিমানে আইজল যাওয়ার মুখে নেশার ওষুধ-সহ ধরা পড়ে গেলেন চার যুবক। বিমানবন্দর সূত্রের খবর, বুধবার রাতেই তাঁরা দিল্লি থেকে কলকাতায় আসেন। বৃহস্পতিবার আইজলের উড়ানে ওঠার আগে তাঁদের ব্যাগ এক্স-রে করার সময় ৪৫ কিলোগ্রাম নেশার ওষুধ পাওয়া যায়। রবিবারেও ব্যথা কমানোর ৩৫ কিলোগ্রাম ওষুধ-সহ দুই যুবক ধরা পড়েছিলেন বিমানবন্দরে। তাঁরা ইম্ফল যাচ্ছিলেন।

পড়ে জখম
একটি বহুতলের দোতলা থেকে পড়ে জখম হলেন এক ব্রিটিশ নাগরিক। বুধবার, কসবা থানা এলাকার ৪৭/৩ নম্বর বেদিয়াডাঙা লেনে। পুলিশ জানায়, ডানকান ক্রিস্টোফার ব্যারেট (৭০) নামে ওই ব্যক্তি ওই বহুতলের দোতলায় একাই থাকতেন। রাতে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে প্রতিবেশীরা বেরিয়ে দেখেন ডানকান নীচে পড়ে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের অনুমান, অবসাদের জেরে ওই বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.