টুকরো খবর
পৃথক দুর্ঘটনায় মৃত্যু তিন জনের
বাসের ধাক্কায় মৃত্যু হল এক মাছ বিক্রেতার। পুলিশ জানিয়েছে, তাঁর নাম কার্তিকচন্দ্র মান্না (৩৮)। বাড়ি নবস্থার আউশা গ্রামে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সাইকেলে চেপে যাওয়ার সময় কালনা-বর্ধমান রুটের একটি বাস ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মারা যান তিনি। বুধবার বর্ধমান থানার ভান্ডারডিহিতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে জ্যোতি সেন নামে চার বছরের এক শিশুর। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি নিয়ে বাড়ি ফেরার পথে ভান্ডারডিহিতে ট্রাকটি তাকে পিষে দেয় বলে অভিযোগ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বৃহস্পতিবার দুপুরে কেতুগ্রাম থানার মোরগ্রামে বাদশাহী রোডে রাস্তা পেরোনোর সময়ে মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম উত্তম ঘোষ (৪৮)। বাড়ি বীরভূমের লাভপুরের বামনি গ্রামে। মালবাহী গাড়িটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বামনি গ্রামেরই গঙ্গাধর ঘোষ নামে আরও এক পথচারী আহত হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি।

বৃষ্টি নামতেই শুরু মৎস্য চাষ
মৎস্য দফতরের তত্ত্বাবধানে কালনা মহকুমার দু’টি কৃষি খামারের পতিত জলাশয়ে শুরু হল মৎস্য চাষ। সম্প্রতি পূর্বস্থলী ১ ব্লকের মডেল ফার্মের জলাশয়ে ১১০০ ও মন্তেশ্বরের ২৫০০ চারাপোনা ছাড়া হয়। মহকুমা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মোট চারটি কৃষি খামার রয়েছে। এর প্রত্যেকটিতে রয়েছে একটি করে জলাশয়। তবে পূর্বস্থলী ২ ব্লকের কৃষি খামারের জলাশয়ে পর্যাপ্ত জল না থাকায় এবং কালনার কৃষি খামারে মাছ চাষের উপযোগী পরিবেশ না থাকায় চারাপোনা ছাড়া হয়নি এই দুই জায়গায়।

চারাপোনা ছাড়া হচ্ছে। —নিজস্ব চিত্র।
মহকুমা কৃষি আধিকারিক স্বপনকুমার মারিক জানান, যে দু’টি খামারে মৎস্য চাষ করা হচ্ছে সেখানে চুন, গোবর, ফসফেট দিয়ে জলাশয় পরিস্কার করা হয়েছে। এর পর মাটির অম্লতা পরীক্ষার পর ছাড়া হয় চারাপোনা। টানা আট মাস ধরে চাষের প্রক্রিয়াটি চলবে। জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমান জেলার মোট ২৭টি জলাশয়ে এই ধরনের চাষ করা হবে।

মঙ্গলকোটে গোষ্ঠী সংঘর্ষ
দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হল মঙ্গলকোটের কল্যাণপুর। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার সকালে সিপিএম মদতপুষ্ট কিছু দুষ্কৃতী হামলা চালায়। বোমাবাজি করে বেশ কয়েকটি বাড়িতে। লুঠপাটও করা হয়। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল নতুনহাট-গুসকরা রোড অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিএমের পাল্টা দাবি, তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমাল হয়েছে। গ্রাম দখলকে ঘিরেই এই সংঘর্ষ। পুলিশের ধারণা, কল্যাণপুরে দুই দুষ্কৃতী সাইফুল ও মফিজুলের গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছে।

ছাত্রীর অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুলছাত্রীর। বৃহস্পতিবার কালনার হাটকালনা পঞ্চায়েতে মীরপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম পূজা ধারা (১৭)। তার দাদা মহাদেব ধারা জানান, এ দিন সকাল ৮টা নাগাদ একটি ঘরে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় দেখা যায় তাঁর বোনকে। পূজা কালনা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনে একাদশ শ্রেণিতে পড়ত। শহরের আমলাপুকুরের একটি স্কুল থেকে ৫৮৮ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছিল সে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তাঁতঘরে ঝুলন্ত দেহ
তাঁতশ্রমিকের ঝুলন্ত দেহ মিলল পূর্বস্থলীর নসরৎপুর পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে। বৃহস্পতিবার ভোরে একটি তাঁতঘর থেকে সুজিত মণ্ডল (২৪) নামে ওই শ্রমিকের দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি বিদ্যানগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামে নরেশ বসাকের তাঁতঘরে কাজ করতেন সুজিতবাবু, থাকতেনও তাঁর বাড়িতেই। পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি সুইসাইড নোট মিলেছে।

পার্ট ৩-এর ফল
বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট-৩ জেনারেল পরীক্ষার ফল প্রকাশ হবে মঙ্গলবার। মোট ১১৭টি কলেজের ২৩৪৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। সে দিন সকাল ১১টা থেকে ফল জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং এসএমএসের মাধ্যমে ফল জানানোর ব্যবস্থা করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.