গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে মুখবন্ধ খামে বোর্ড গঠনের শেষ সময়ে নির্বাচিত সদস্যদের কাছে পদাধিকারীদের নাম তালিকা পাঠাবেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি-সহ অন্য পদাধিকারীদের নিয়ে জেলা নেতৃত্বের প্রতিনিধিরা সংশ্লিষ্ট বোর্ড গঠনের দিন যাবেন। উপস্থিত দের মধ্যে থাকা দলনেতার হাতে মুখবন্ধ খাম তুলে দিয়ে ওই ব্যক্তিকে নির্দিষ্ট পদে বসানোর জন্য সবাইকে সমর্থন করার কথা বলা হবে। তার পরে খাম খুলে দলের পচ্ছন্দের পদাধিকারীর নাম সদস্যদের সকলকে জানানো হবে। বুধবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পদাধিকারী নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে মুখ বন্ধ খামে বোর্ড গঠনের আগে সকল সদস্যদের কাছে পদাধিকারীর নাম পাঠানো হবে।” জেলা পরিষদের সভাধিপতি থেকে পঞ্চায়েত প্রধান প্রায় সবক্ষেত্রেই তৃণমূলের একাধিক দাবিদার দায়িত্ব পেতে মরিয়া। তাঁরা নিজেদের পছন্দের নেতাদের কাজে লাগিয়ে সক্রিয়। জেলা নেতৃত্বের কাছে বিষয়টি পৌঁছনোর পরে ওই সিদ্ধান্ত হয়েছে। এ দিন সাংবাদিক বৈঠকের আগে নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি। দলীয় সূত্রে খবর, সেখানে নবনির্বাচিতদের গোষ্ঠী কোন্দলে না জড়িয়ে দলের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শৃঙ্খলা বিরোধী কাজ মানা হবে না বলে সকলকে জানিয়ে দেওয়া হয়। পুরসভার চেয়ারম্যান বীরেন কুন্ড-সহ কংগ্রেস কাউন্সিলরেরা তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবি করেন রবীন্দ্রনাথ বাবু। তিনি বলেন, “পুর চেয়ারম্যান-সহ কংগ্রেসের কাউন্সিলররা তৃণমূলে যোগ দিতে চেয়ে আবেদন করেছেন। রাজ্য নেতৃত্ব মঞ্জুর করেছে। আগামী ১১ অগস্ট কলকাতায় রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে তাঁরা আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেবেন।” কংগ্রেসের পুর চেয়ারম্যান বীরেন কুন্ডু বলেন, “তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কথা হচ্ছে। যা হওয়ার তা কলকাতায় হবে। আপাতত অন্য কিছু বলছি না।” |