সিদ্ধান্ত বদল করে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে প্রার্থী দেবে কংগ্রেস। বুধবার রাতে রায়গঞ্জে দলীয় বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, “সভাধিপতি নির্বাচনে দলের তরফে প্রার্থী দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। আমরা লড়াই করব।” জেলা পরিষদের ২৬টি আসনের মধ্যে বামফ্রন্ট ১৩টি আসন দখল করেছে। কংগ্রেস আটটি ও তৃণমূল পাঁচটি আসন পেয়েছে।
জেলা পরিষদের ফল ত্রিশঙ্কু হওয়ার পর কংগ্রেস ও তৃণমূল জোট করে বোর্ড গঠন করতে পারে বলে জল্পনা শুরু হয়। তবে স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি জানিয়েছিলেন, কংগ্রেস জেলা পরিষদে বিরোধী ভূমিকা পালন করবে। তবে সিদ্ধান্ত বদল প্রসঙ্গে মোহিতবাবুর বক্তব্য, “আমাদের তো বাধা নেই। নতুন করে সিদ্ধান্ত হয়েছে।” আর তৃণমূলের সমর্থন প্রসঙ্গে মোহিতবাবু বলেন, “এখন কিছু বলতে চাই না। সময় হলে সবাই সবকিছু জেনে যাবেন।” উল্লেখ্য, সভাধিপতির আসনে বামেরাও যে প্রার্থী দেবে তা নির্বাচনের ফল বার হতেই ঘোষণা করা হয়েছে। তৃণমূলও প্রার্থী দেবে বলে জানিয়ে দিয়েছে।
তবে কংগ্রেসকে সমর্থনের প্রশ্ন উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য। তিনি বলেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা সিপিএম ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখব। আমরাও প্রার্থী দেব। কারণ, দেখতে চাই আমাদের পাঁচটি ভোট ঠিকঠাক পড়ে কি না। বাম ও কংগ্রেসের মধ্যে মালদহ এবং উত্তর দিনাজপুর নিয়ে কোনও সমঝোতা হয়েছে বলেই মনে হচ্ছে।”
আর জেলা বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএমের জেলা সম্পাদক বীরেশ্বর লাহিড়ী বলেন, “কংগ্রেস ও তৃণমূলের সভাধিপতির আসনে লড়াই করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। তাই এই নিয়ে মন্তব্য করতে চাই না। গোপন ব্যালটে বাম প্রার্থীকে কেউ যদি ভোট দিলে আমরা কী করতে পারি?” |