উত্তর দিনাজপুরের স্বাস্থ্য কর্তাদের একাংশের গাফিলতির জেরে তিন মাস ধরে ওষুধ সরবরাহের একটি ট্রাক বিকল পড়ে রয়েছে। গাড়ির অভাবে জেলার ৯টি ব্লকের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সময়মতো ওষুধ সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ।
দফতর সূত্রে খবর, জেলার নানা হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহের দায়িত্বে জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ গৌতম ঘোষ। গৌতমবাবুর অধীনে দুই ফার্মাসিস্ট-সহ ৭ কর্মী সরবরাহ কাজ পরিচালনা করেন। তাদের অভিযোগ, গৌতমবাবু সহ জেলা স্বাস্থ্য কর্তাদের একাংশের গাফিলতির জেরে তিন মাস ধরে ট্রাকটি বিকল হয়ে পড়ে থাকলেও সেটি সারানো হচ্ছে না।
গৌতমবাবুর যুক্তি, ট্রাকটি সারাতে ৫০ হাজার টাকার প্রয়োজন। জেলা স্বাস্থ্য দফতরের তহবিলে টাকা না থাকায় দু’মাস আগে রাজ্য দফতরের কাছে লিখিতভাবে ওই টাকা চেয়েছি। কিন্তু পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় সেই বরাদ্দ আটকে যায়! খুব দীর্ঘ ট্রাক সারানোর চেষ্টা চলছে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত জানান, ট্রাক সারাতে বরাদ্দের সঙ্গে ভোটের সম্পর্ক নেই। তিনি বলেন, “ট্রাক সারাই করার টাকা ভোটের আগে পেয়েছি। সেটি গ্যারাজে পাঠানো হয়েছে।”
নয়টি ব্লকের ৯টি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে একটি ট্রাকে ওষুধ সরবরাহের কাজ চলছে। ট্রাকের চালক সুকুমার দাস জানান, ট্রাকে ওষুধ বোঝাই করে চাহিদা অনুযায়ী বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ পৌঁছে দিতে দু’দিন লেগে যায়। বিষয়টি জানার পর সরকারি কর্মীর সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর জেলা সম্পাদক সুযশ মুখোপাধ্যায় বলেন, “এক সপ্তাহে ট্রাক সারানো না হলে অনির্দিষ্ট কালের জন্য জেলা স্বাস্থ্য দফতরে অবস্থান বিক্ষোভে বসা হবে।” |