আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল দুপুর ১টায়। উদ্বোধন করার কথা ছিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। কিন্তু
|
এসএসকেএমে
দুগ্ধ-ব্যাঙ্কের
উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। |
বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকাই এসএসকেএম হাসপাতালে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিতে কেটে পূর্বাঞ্চলের প্রথম হিউম্যান মিল্ক ব্যাঙ্কের উদ্বোধন করলেন তিনি। পরে দুপুর ১টায় নির্ধারিত অনুষ্ঠানটি হয় ঠিকই, কিন্তু তা ছিল একেবারেই নিয়মমাফিক। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহণমন্ত্রী মদন মিত্র, এসএসকেএমের অধিকর্তা প্রদীপ মিত্র প্রমুখ। এসএসকেএমের এই মিল্ক ব্যাঙ্কে ইতিমধ্যেই বুকের দুধ পাস্তুরাইজ করে সংরক্ষিত রাখার কাজ শুরু হয়ে গিয়েছে। মাইনাস ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছ’মাস পর্যন্ত ওই দুধ সংরক্ষিত রাখা যাবে। সময়ের আগেই অত্যন্ত কম ওজন নিয়ে জন্মেছে যে সব শিশু কিংবা যাদের মায়েদের পক্ষে কোনও ভাবেই সন্তানকে স্তন্যপান করানো সম্ভব নয়, তাদের এই দুধ খাওয়ানো হবে। দুধ দান করার আগে মায়েদের এইচআইভি, হেপাটাইটিস বি, সি এবং সিফিলিস পরীক্ষা করা হবে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকায় প্রকল্পটি শুরু হয়েছে। |
এ দিন ওই ব্যাঙ্কের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “এটি পূর্বাঞ্চলের প্রথম হিউম্যান মিল্ক ব্যাঙ্ক তো বটেই, পাশাপাশি দেশের মধ্যেও এত আধুনিক প্রক্রিয়া মেনে মিল্ক ব্যাঙ্ক আগে হয়নি। এ জন্য আমি গর্বিত।” হাসপাতালের তরফে জানানো হয়, গত দু’মাস ধরে পরীক্ষামূলক ভাবে ব্যাঙ্কের কাজ চালানো হয়েছে। ১৮৫ জন মা ইতিমধ্যেই তাঁদের দুধ এই ব্যাঙ্কে দান করেছেন। সংগৃহীত দুধের পরিমাণ প্রায় ৩০ লিটার।
এ দিন ‘অলিম্পাস’ নামে একটি আন্তর্জাতিক সংস্থা এসএসকেএমের ইউরোলজি বিভাগকে এক কোটি ২৫ লক্ষ টাকার সরঞ্জাম দান করে। বিভাগীয় প্রধান অনুপ কুণ্ডু জানান, ওই সরঞ্জামের মাধ্যমে ইউরোলজির মাইক্রোসার্জারি করা যাবে। এর ফলে আরও বেশি সংখ্যক রোগীকে চিকিৎসার সুযোগ দেওয়া সম্ভব হবে। এর পাশাপাশিই এ দিন স্বাস্থ্যসচিব সতীশ তিওয়ারি এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ রাজ্যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের প্রকল্পকে সারা দেশে মডেল হিসেবে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁদের দাবি, এর ফলে তাঁদের দক্ষতা জাতীয় স্তরেই প্রমাণিত হল। এ বার মিল্ক ব্যাঙ্কের ক্ষেত্রেও পূর্বাঞ্চলকে তাঁরা পথ দেখাবেন।
|