ভরদুপুরে স্কুল ক্যাম্পাসে ঢুকে অশোভন আচরণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম তীর্থপ্রতিম চৌধুরী। বাড়ি মেদিনীপুর শহরের বক্সীবাজারে। বুধবার ঘটনাটি ঘটে মিশন গার্লস স্কুলে। শুরুতে ক্যাম্পাসের মধ্যে ওই যুবককে ধরে ফেলেন শিক্ষিকারা। যুবকটি ক্যাম্পাসে ঢুকে শৌচাগারের মধ্যে লুকিয়ে ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্কুল কর্তৃপক্ষ মেদিনীপুর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের প্রেক্ষিতে ওই যুবককে গ্রেফতার করা হয়।
স্কুল সূত্রে খবর, এই প্রথম নয়, আগেও এ ভাবে ক্যাম্পাসে ঢুকে অশোভন আচরণ করে যুবকটি। মাঝেমধ্যে বাইরে মোটর বাইক রেখে সীমানা প্রাচীর টপকে ক্যাম্পাসের মধ্যে এক বা একাধিক যুবক ঢুকে পড়ে। ফলে, ছাত্রীদের নিরাপত্তা ব্যাহত হয়। দুপুরে ওই স্কুল ক্যাম্পাসে প্রাথমিক এবং উচ্চমাধ্যমিক, দু’টি স্তরেরই পঠনপাঠন হয়। এক শিক্ষিকার কথায়, “এ ভাবে যুবকেরা অস্বাভাবিক অবস্থায় ক্যাম্পাসে ঢুকে পড়লে যে কোনও সময় অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। ক’দিন আগে এক যুবক ছাত্রীদের প্রতি অশালীন ইঙ্গিতও করে। পুলিশের উচিত, এলাকায় নজরদারি বাড়ানো।” পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে। ঘটনার জেরে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। |