|
|
|
|
গয়না চুরি করে ধৃত মহিলা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অভিজাত দম্পতি সেজে বিভিন্ন শহরের বড় বড় দোকানে ঢুকত দিদি আর ভাই। গুছিয়ে কথা বলে মালিকের বিশ্বাস অর্জন করে হাতসাফাই করে বাগিয়ে নিত দামি গয়না। কিন্তু কলকাতার লর্ড সিন্হা রোডের একটি দোকান থেকে ১৩ লক্ষ টাকার হিরের নেকলেস ও দুল হাতিয়ে চম্পট দিয়েও শেষরক্ষা হল না। ধরা পড়ে দিদি। আমদাবাদে তাদের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিলেছে চুরি যাওয়া গয়না। তবে ভাই এখনও অধরা।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বুধবার জানান, নেকলেস চুরির অভিযোগে পুনম কার্থিক কোডেকর (৪৭) নামে এক গুজরাতি মহিলাকে গত ৫ অগস্ট গ্রেফতার করা হয়েছে। মহিলার ভাই চন্দ্রকান্ত পারমার (৪২) পলাতক। গোয়েন্দারা জানান, আমদাবাদ আদালতে ৫ অগস্ট ধৃতকে হাজির করা হয়েছিল। আদালত তাকে ৯ অগস্ট পর্যন্ত ট্রানজিট রিমান্ড দিয়েছে। বুধবার তাকে কলকাতায় নিয়ে এসেছে পুলিশ।
ওই দোকান-মালিক গোয়েন্দাদের জানান, সুন্দর চেহারার এক দম্পতি তাঁর দোকানে এসেছিলেন। দু’জনেরই হাতে, গলায় দামি সোনার গয়না ছিল। তাঁরা মালিককে জানান, বাড়িতে বিয়ে আছে। দোকানে দামি যত গয়না রয়েছে, সব দেখাতে। মালিক জানান, বেশ কিছু ক্ষণ গয়না দেখেও পছন্দ হয়নি ওই দম্পতির। তাঁরা যাওয়ার পরে গয়না তোলার সময়ে কর্মীরা দেখেন, একটি হিরের নেকলেস ও দুল নেই।
কী ভাবে জানা গেল ওই দম্পতি আসলে দিদি ও ভাই? কী ভেবেই বা জানা গেল তারাই হাতিয়েছে গয়না?
গোয়েন্দারা জানান, তদন্তে নেমে রাজস্থানের কয়েক জন গয়না-ব্যবসায়ীর থেকে জানা যায়, একই কায়দায় মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, মহারাষ্ট্রেও হিরে-সোনার গয়না চুরি হয়েছে। গোয়েন্দা সেখানকার পুলিশের থেকে জানতে পারেন, চুরির অভিযোগে পুনমকে গত ফেব্রুয়ারি মাসে হায়দরাবাদ থেকে এবং মাস দেড়েক আগে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়। পুনম আগে জামিন পেয়েছে। পরে ছাড়া পায় তার ভাই।
পুলিশ জানতে পারে, ২০০৮-২০১৩ পর্যন্ত শেক্সপিয়র সরণি থানা এলাকার বিভিন্ন দোকানে সাত বার গয়না চুরির চেষ্টা করেছিল পুনমরা। সেই সব দোকানের ফুটেজেও দেখা যায় ওই ভাই-বোনকে। হায়দরাবাদ ও মহারাষ্ট্র পুলিশ জানিয়ে দেয় পুনমের বাড়ির ঠিকানা। সেই মতো একটি দল আমদাবাদে পৌঁছয়। পুনমকে জেরা করে তার বাড়ি থেকেই উদ্ধার হয় হিরে ও পান্না বসানো ওই গয়না। গোয়েন্দাদের দাবি, জেরায় পুনম জানিয়েছে, ওই গয়নাটি সাড়ে ৬ লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল তার। |
|
|
|
|
|