|
|
|
|
অধিবেশন ভন্ডুল করে দলের মুখ রাখছেন অন্ধ্রের কংগ্রেস সাংসদরা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অন্ধ্র ভাগের প্রতিবাদে সেখানকার কংগ্রেস সাংসদদের হট্টগোলে সংসদের অধিবেশন যাতে পণ্ড না হয়, দু’দিন আগে সেটাই ছিল দলের উদ্বেগ। আর এখন অন্ধ্রের সেই সাংসদদেরই ঢাল হিসেবে ব্যবহার করে বিরোধীদের আক্রমণ থেকে রক্ষা পেতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। পুঞ্চে পাক হামলায় ভারতীয় জওয়ানদের মৃত্যু নিয়ে আজ বিজেপি সাংসদরা যত বারই সরকারকে চেপে ধরতে চেয়েছেন, তত বারই ওয়েলে নেমে অধিবেশন ভন্ডুল করে ছেড়েছেন অন্ধ্রের কংগ্রেস সাংসদরা। এমনকী এর জন্য এক মন্ত্রীকে ইশারা করতেও দেখা গেল।
সকালে বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ যখন পাক হামলা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির বিবৃতি নিয়ে সরকারকে বিঁধতে শুরু করেন, ঠিক তখনই উঠে দাঁড়ান অন্ধ্রের কংগ্রেস সাংসদরা। স্লোগান দিতে দিতে নেমে আসেন ওয়েলে। তাতে সভা এক বার মুলতুবি হয়ে যায়। দুপুরে অধিবেশন ফের শুরু হলে খাদ্য সুরক্ষা বিল পেশ করেন খাদ্যমন্ত্রী কে ভি টমাস। তখন কিন্তু দিব্যি লক্ষ্মী ছেলে হয়ে বসেছিলেন অন্ধ্রের কংগ্রেস সাংসদরা। তার পরে বিজেপি নেতৃত্ব যেই পাক প্রসঙ্গ তুললেন, তখনই তাঁরা ফের রে-রে করে ওয়েলে নেমে সভা মুলতুবি করে ছাড়লেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব শুক্লকে দেখা গেল এই কাজটি করার জন্য তাঁদের ইশারা করতে।
প্রতিবাদ জানাতে বারণ না করলেও গত কাল অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সাংসদদের সনিয়া গাঁধী বলেছিলেন, লোকসভার ওয়েলে যেন তাঁরা না নামেন। কিন্তু আজ সনিয়ার উপস্থিতিতেই তাঁরা ওয়েলে নামেন। আরও মজার বিষয়, অন্ধ্রের কংগ্রেস সাংসদরা আজ যে সব পোস্টার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলেন, সেগুলির প্রিন্টও নেওয়া হয়েছিল সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথের সংসদের অফিস থেকে। কমলনাথ তাঁদের ডেকে বোঝান, প্রতিবাদ থামালে চলবে না। অন্ধ্রবাসী যেন দেখেন, রাজ্য ভাগের বিরুদ্ধে কংগ্রেসের সাংসদরা দিল্লিতে কী ভীষণ লড়াই চালাচ্ছেন।
তবে শুধু এতেই যে চিঁড়ে ভিজবে না, তা অবশ্য অন্ধ্রের কংগ্রেস নেতারা গত দু’দিন সনিয়ার সঙ্গে দু’দফার বৈঠকে বুঝিয়ে দিয়েছিলেন। তার পরেই আজ একটি ৪ সদস্যের বিশেষ কমিটি গড়েছেন সনিয়া গাঁধী। সদস্যরা হলেন দিগ্বিজয় সিংহ, আহমেদ পটেল, বীরাপ্পা মইলি এবং এ কে অ্যান্টনি। তেলঙ্গানা গঠনের পর অন্ধ্রপ্রদেশের কী কী সমস্যা হতে পারে তা খতিয়ে দেখে নিদান দেবে এই কমিটি।
পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের নির্বাচনী ইস্তাহার রূপায়ণের জন্য অ্যান্টনির নেতৃত্বে আজ আরও একটি কমিটি গড়েছেন সনিয়া। দলের এক শীর্ষ নেতা আজ জানান, কংগ্রেসের লক্ষ্য হল, গত লোকসভা ভোটে কর্নাটক ও অন্ধ্র মিলিয়ে যে ৩৯টি আসন কংগ্রেস পেয়েছিল, এ বারও তা ধরে রাখা। অন্ধ্রে আসনের ঘাটতি তারা কর্নাটকে কয়েকটি বাড়তি আসন পেয়ে পুষিয়ে নিতে চায়। এ জন্যই এই বাড়তি তৎপরতা। |
|
|
|
|
|