টুকরো খবর
জয়িতার বাড়ি তল্লাশি নিয়ে তদন্ত কমিশনের
মাওবাদী সন্দেহে ধৃত জয়িতা দাসের বাড়িতে আদালতের পরোয়ানা ছাড়া তল্লাশি চালানো হয়েছে কি না, তা নিয়ে তদন্ত করবে রাজ্য মানবাধিকার কমিশন। মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী জয়িতাকে জেল -হাজতে তাঁর প্রাপ্য সুযোগ -সুবিধা ঠিকমতো দেওয়া হচ্ছে কি না, তা - খতিয়ে দেখা হবে। কমিশনের এডিজি এলএল ডঙ্গলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয় জয়িতাকে। মঙ্গলবার জয়িতার মা -বাবা মানবাধিকার কমিশনে অভিযোগ করেন, জয়িতাকে গ্রেফতারের পরে পুলিশ আদালতের পরোয়ানা ছাড়াই তাঁদের দমদমের বাড়িতে তল্লাশি চালিয়েছে। জেলে জয়িতাকে ঠিকমতো সুযোগ -সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা দেখার জন্যও তাঁরা কমিশনের কাছে আর্জি জানান। সেই আবেদনের ভিত্তিতে কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়, সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি নারায়ণচন্দ্র শীল রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব সৌরীন রায় বুধবার আলোচনা করে তদন্তের নির্দেশ দেন।

পুরনো খবর:
অধ্যক্ষ ঘেরাও
কলেজে আসন সংখ্যা বাড়িয়ে, পছন্দের পড়ুয়াদের ভর্তির দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মণীন্দ্র কলেজের পড়ুয়ারা। কর্তৃপক্ষের দাবি, ওই পড়ুয়ারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। অধ্যক্ষ মন্টুরাম সামন্ত বলেন, “আসন সংখ্যা বিশ্ববিদ্যালয় স্থির করে। ওই পড়ুয়াদের বলেছিলাম দাবি লিখিত ভাবে দিতে। না দিয়ে আসন বাড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থী ভর্তি করার জন্য চাপ দিচ্ছেন।” কর্তৃপক্ষের অভিযোগ, বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘেরাও তোলে। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সংগঠনের রাজ্য সম্পাদক সুজিত সাম বলেন, “ঘটনাটি শুনেছি। এতে সাধারণ পড়ুয়ারা জড়িত।”

স্লোগানে শৃঙ্খলাভঙ্গ, ক্ষুব্ধ বিমান
পঞ্চায়েত ভোটের প্রেক্ষিতে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কলকাতায় পথে নামল বামফ্রন্ট। কিন্তু মিছিলে স্লোগানের শৃঙ্খলাভঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার বাম কর্মী -সমর্থকদের নিয়ে বুধবারের ওই মিছিলের জন্য ২২দফা স্লোগান বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু দিন মিছিলে তার বাইরেও স্লোগান শোনা গিয়েছে। যার জেরে মিছিল শেষে বিমানবাবু বলেন, “শুনতে খারাপ লাগলেও বলছি, সময়ের কাজ সময়ে যে করা হচ্ছে না, তার উদাহরণ এই মিছিল!

দু’টি সারদা মামলা জুড়তে সায়
সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে বেতন সংক্রান্ত দু’টি মামলাকে এক করে দেওয়ার জন্য সরকার পক্ষের আবেদনে সায় দিল বিধাননগর এসিজেএম আদালত। বুধবার ওই দু’টি মামলার শুনানি হয়। সরকার পক্ষের এই আবেদনের বিরোধিতা করেছিলেন অভিযুক্ত সারদাকর্তাদের আইনজীবীরা। তাঁদের অভিযোগ, সারদা কাণ্ডে আলাদা আলাদা মামলা না -করে একটি মামলা করার আবেদন প্রথমে জানিয়েছিলেন তাঁরাই। তখন সরকার পক্ষ সেই আবেদনের বিরোধিতা করলেও এখন তারা মামলাগুলিকে এক করার আবেদন জানাচ্ছে।

দোতলা থেকে ঝাঁপ
কসবার বেদিয়াডাঙায় নিজের হাতের শিরা কাটার পরে দোতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিলেন এক বৃদ্ধ বিদেশি। পুলিশ জানায়, বৃদ্ধের নাম ডানকান ব্যারেজ(৭০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন ধরেই ভারতীয় স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। বুধবার গভীর রাতে তিনি যখন ঝাঁপ দেন, বাড়িতে তখন আর কেউ ছিলেন না। সকালে মোটরবাইকে যাওয়ার সময় বাইপাসে একটি বাসের পিছনে ধাক্কা মেরে প্রাণ হারান প্রবীরকুমার মজুমদার(৫৯)নামে সাউথ পয়েন্ট স্কুলের এক শিক্ষক।

যাদবপুরে ধর্না
বেতনের বকেয়া টাকা, পদোন্নতি -সহ বিভিন্ন দাবিতে বুধবার কর্মবিরতি পালন করল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি(জুটা)। ধর্নায় বসেন সমিতির সদস্যেরা। কোনও বিভাগেই ক্লাস হয়নি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। জুটার অভিযোগ, বহু শিক্ষকের পদোন্নতি আটকে আছে। পিএইচডি - জন্য অতিরিক্ত ভাতাও মিলছে না।

সস্তায় আদা
কলকাতার বাজারে সস্তায় আদা বিক্রি করবে রাজ্য উদ্যান দফতর। আজ, বৃহস্পতিবার থেকেই লেক মার্কেট, গড়িয়াহাট, মানিকতলা, শ্যামবাজার -সহ ছ’টি বাজারে ১০০ টাকা কিলোগ্রাম দরে আদা মিলবে। উদ্যানমন্ত্রী সুব্রত সাহা বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই সস্তায় আদা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু
নিউ টাউনে বুধবার রাতে রাস্তা পেরোতে গিয়ে বাসের ধাক্কায় তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীর মৃত্যু হয়েছে। নাম মহম্মদ শাকিল(২৬)। বাড়ি টিটাগড়ে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.