মুম্বইয়ে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে অনিল অম্বানী গোষ্ঠীর রিলায়্যান্স সিমেন্টের প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দিয়েছেন তাঁরা। তার ছ’দিনের মাথায় সংস্থাকে রঘুনাথপুরের শিল্প তালুকে ১০০ একর জমি দিল রাজ্য। উল্লেখ্য, ওই শিল্প তালুকের জমি আগেই অধিগ্রহণ করা হয়েছিল।
|
অনিল অম্বানী |
অনিল অম্বানী গোষ্ঠীর এই সংস্থাটি বছরখানেক আগে সিমেন্ট কারখানা গড়ার জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল। রাজ্যের তরফে প্রাথমিক ভাবে রঘুনাথপুরের শিল্প তালুকেই জমি দেওয়ার কথা বলা হলেও তা চূড়ান্ত হয়নি।
অবশেষে মুম্বইয়ে মুখ্যমন্ত্রী প্রকল্পটিকে ছাড়পত্র দেওয়ার কথা জানান। বুধবার মহাকরণে জমির কাগজ সংস্থার ভাইস চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।
পরে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সিমেন্ট কারখানাটি গড়তে ৬০০ কোটি টাকা লগ্নি করবে রিলায়্যান্স গোষ্ঠী। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় এক হাজার জন চাকরি পাবেন। সুমিতবাবু জানিয়েছেন, জমি হাতে পাওয়ায় এ বার তাঁরা পরিবেশ মন্ত্রকের ছাড়পত্রের জন্য আবেদন করবেন। তার পর কারখানা তৈরির পরবর্তী কাজ শুরু হবে। সব কিছু ঠিকঠাক চললে উৎপাদন শুরু হতে আড়াই বছর লাগবে। বছরে ৩০ লক্ষ টন সিমেন্ট উৎপাদন হবে সেখানে। এ জন্য বার্নপুরের ইস্কো এবং দুর্গাপুর স্টিল প্লান্ট থেকে স্ল্যাগ আনা হবে। ছাই (ফ্লাই অ্যাশ) আসবে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে।
রাজ্যে লগ্নির ক্ষেত্রে জমি সমস্যা নয় বলে দাবি করেছিলেন মমতা।
শিল্পমন্ত্রীর বক্তব্য, রিলায়্যান্সকে জমি দেওয়ার ঘটনা সেই দাবিকে সত্যি প্রমাণ করল। |