কালনায় সোলার বাতি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সমাজবিরোধী কাজকর্ম বন্ধ করার জন্য কালনার পুরনো বাসস্ট্যান্ডে পুরসভার উদ্যোগে লাগানো হল সোলার বাতি। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যাপ্ত আলো না থাকায় পুরনো বাসস্ট্যান্ড এলাকায় সমাজবিরোধীদের আনাগোনা বাড়ছিল। কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ বলেন, “পুরনো বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরেই জুয়া, চোলাই মদের কারবার চলছে।” |
সোলার বাতি। —নিজস্ব চিত্র। |
পুরসভা সূত্রে জানা গিয়েছে, নতুন বাতি লোডশেডিং হলেও নেভবার ভয় নেই। কারণ এই বাতিগুলি সূর্যের আলোয় চার্জ হবে ও অন্ধকার নামলে নিজে থেকেই জ্বলে উঠবে। পুরসভার তরফে এর আগে পান্থনীড় গেস্ট হাউস, শ্মশানঘাট ও পুরশ্রী হলের সামনে এর আগেই এই ধরণের বাতি লাগানো হয়েছে। প্রতিটি সোলার বাতি লাগাতে খরচ হয়েছে ২৮ হাজার ৫০০ টাকা।
|
বেআইনি ভাবে চালকল চালিয়ে গ্রেফতার মালিক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভোটের আগে বর্ধমানের শক্তিগড়ে যে পরিত্যক্ত চালকলে হানা দিয়ে পুলিশ বোমা, নাইন এমএম পিস্তল ইত্যাদি পেয়েছিল, সেই চালকলের মালিক শ্রবণলাল অগ্রবালকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই চালকলে নানা ধরনের অসামাজিক কাজ হচ্ছিল। দুষ্কৃতীরা এখানে আশ্রয় নিচ্ছিল। শেষে ভোটের আগে শক্তিগড়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষের পরে তল্লাশি চালিয়ে পুলিশ বোমা ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে। বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “ওই সংঘর্ষের ঘটনার তদন্ত চালাতে গিয়ে পুলিশ জানতে পারে বিতর্কিত জমিতে চালকলটি নির্মিত। ওই জমির মালিক জনৈকা সুন্দরী নায়েক। অথচ ওই জমির উপরে চালকলটি দীর্ঘদিন ধরে চলছে।”
|
শক্তিগড়ে বেআইনি ভাবে চালকল চালিয়ে ধৃত মালিক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভোটের আগে বর্ধমানের শক্তিগড়ে যে পরিত্যক্ত চালকলে হানা দিয়ে পুলিশ বোমা, নাইন এমএম পিস্তল ইত্যাদি পেয়েছিল, সেই চালকলের মালিক শ্রবণলাল অগ্রবালকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই চালকলে নানা ধরনের অসামাজিক কাজ হচ্ছিল। দুষ্কৃতীরা এখানে আশ্রয় নিচ্ছিল। শেষে ভোটের আগে শক্তিগড়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষের পরে তল্লাশি চালিয়ে পুলিশ বোমা ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে। বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “ওই সংঘর্ষের ঘটনার তদন্ত চালাতে গিয়ে পুলিশ জানতে পারে বিতর্কিত জমিতে চালকলটি নির্মিত। ওই জমির মালিক জনৈকা সুন্দরী নায়েক। অথচ ওই জমির উপরে চালকলটি দীর্ঘদিন ধরে চলছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে বর্ধমানের গোলাপবাগের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে আগ্রা থেকে রেলের পরীক্ষা দিতে এসে চার যুবক বর্ধমানে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন। এ দিন সন্ধ্যায় বেড়াতে বেরোলে পথে একটি ট্রাক পিছন থেকে এসে তাঁদের ধাক্কা মারে। মৃত্যু হয় বিনেশ কুমার (২৬) নামে এক জনের। অজিত সিংহ নামে আর এক যুবক গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।
|
মদ বিক্রিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভাতারের এরুয়ার গ্রামে অভিযান চালিয়ে প্রচুর মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। সবই বিলিতি মদ। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানিয়েছেন, মঙ্গলবার রাতে আটক হওয়া মদের পরিমাণ ৯১ বোতল। তিনি বলেন, “স্থানীয় বাসিন্দা অসীম সেন বিনা লাইসেন্সে এই মদ বিক্রি করছিলেন। তাঁকে ধরা হয়েছে।”
|
বাজ পড়ে মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। বুধবার এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মৃতদের নাম গদাধর লাহা (৪৮) ও জয়দের রাজমল (২৮)। তাঁদের বাড়ি ভাতারের নসিগ্রাম ও বর্ধমানের তালিতে। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |