রাজ্যের আর্থিক দাবি নিয়ে বিল আনলেন সৌগত
কেন্দ্র-বিরোধী রাজনীতির প্রশ্নে সংসদের চলতি অধিবেশনে নতুন রাস্তা নিতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায় একটি প্রাইভেট মেম্বার বিল আনছেন যার নাম, ‘পশ্চিমবঙ্গকে বিশেষ আর্থিক সাহায্য সংক্রান্ত বিল ২০১৩’। বিলে দু’টি বিষয়ের কথা বলা হয়েছে। প্রথমত, পশ্চিমবঙ্গকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রতি বছর সংসদের অনুমোদন সাপেক্ষে কেন্দ্র অর্থ বরাদ্দ করুক। সেই অর্থে তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের উন্নয়নের কাজ হবে। দ্বিতীয়ত কেন্দ্র থেকে নেওয়া ঋণের সুদ মেটানোর ক্ষেত্রে তিন বছর ছাড় দেওয়া হোক।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রের কাছে এই দাবিগুলিই জানিয়ে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বিল এনে আইনি পথে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল নিল তৃণমূল। বিলটি পেশ হওয়ার পরে রাজ্যের এই দাবি সংসদের নিজস্ব বিষয়ে পরিণত হল। এই বিলের উপর সৌগতবাবু আলোচনা চাইবেন বলেও জানিয়েছেন।
পাশাপাশি আগামী ১২ তারিখ রাজধানীর যন্তরমন্তরে পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটি বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। পেনশন বিল, বিমা বিল, বিমানবন্দর বেসরকারিকরণ ইত্যাদি নীতির বিরুদ্ধে সে দিন বিক্ষোভ দেখানো হবে। সমাবেশে তৃণমূল সাংসদরাও উপস্থিত থাকবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.