পঞ্চায়েত ভোট মিটতে না-মিটতেই রাজ্যের ১০ জেলাশাসককে বদলি করল রাজ্য প্রশাসন। মোট ২৩ জন আইএএস অফিসারকে বদলি করে জেলা স্তরের প্রশাসনে বড় পরিবর্তন আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন জেলাশাসক পাচ্ছে উত্তপ্ত দার্জিলিংও। কয়েক দিনের মধ্যে জেলা পুলিশ সুপারদের ক্ষেত্রেও বড় রদবদল হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।
জেলাশাসকদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের সুরেন্দ্র গুপ্ত, বর্ধমানের ওঙ্কার সিংহ মীনা এবং মুর্শিদাবাদের রাজীব কুমার আগেই সচিব পর্যায়ে উন্নীত হয়েছিলেন। তাঁদের যথাক্রমে কেএমডিএ-র সিইও, স্বাস্থ্য এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরের সচিব-পদে বদলি করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজেশ পাণ্ডের কাজকর্মে খুব একটা খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী। তাঁকে করা হল ক্রীড়াসচিব। স্টেট গেজেটিয়ারের সম্পাদকের মতো কম গুরুত্বপূর্ণ পদে থাকা নন্দিনী চক্রবর্তী হলেন সুন্দরবন উন্নয়ন দফতরের সচিব। যদিও তাঁর মাথার উপরে অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার এক অফিসার রয়েছেন।
মুখ্যমন্ত্রীর এক সময়ের ব্যক্তিগত সচিব শান্তনু বসু হাওড়া থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক-পদে গেলেন। দক্ষিণ ২৪ পরগনার ডিএম নারায়ণস্বরূপ নিগম হচ্ছেন বিদ্যুৎ বণ্টন কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর। মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্মসচিব শুভঞ্জন দাস পেলেন হাওড়ার দায়িত্ব। দার্জিলিঙের ডিএম সৌমিত্র মোহন হচ্ছেন বর্ধমানের জেলাশাসক। পাহাড়ের এই উত্তপ্ত পরিস্থিতিতে দার্জিলিঙের দায়িত্ব পাচ্ছেন অর্থ দফতরের যুগ্মসচিব পুনিত যাদব। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন অন্তরা আচার্য। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকী সংখ্যালঘু দফতরের যুগ্মসচিব হচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের ভার পাচ্ছেন পুরুলিয়ার জেলাশাসক গোলাম আলি আনসারি। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকি মহাপাত্র নতুন আবগারি কমিশনার হচ্ছেন। বর্তমান আবগারি কমিশনার অর্থ দফতরের সচিব হচ্ছেন। পৃথা সরকার হচ্ছেন জলপাইগুড়ির নতুন জেলাশাসক। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক হচ্ছেন তাপস চৌধুরী। রত্নাকর রাও হচ্ছেন মুর্শিদাবাদের নতুন জেলাশাসক। |