টুকরো খবর
অবশেষে জল নামছে ঘাটালে
বানভাসি। ক্ষীরাই নদীর জলে প্লাবিত পাঁশকুড়ার নোরাই গ্রাম। ছবি: পার্থপ্রতিম দাস।
ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। জল নেমে যাওয়ায় ঘাটাল-চন্দ্রকোনা সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে এখনও ঘাটাল-মেদিনীপুর (ভায়া নাড়াজোল) সড়কের উপর ঝলকার চাতালে (কজওয়ে) জল থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। জল কমায় সোমবার থেকে ওই সড়কেও যান চলাচল শুরু হয়ে যাবে। নতুন করে বৃষ্টি না হওয়ায় এবং জলাধার থেকে জল না ছাড়ায় শনিবার রাত থেকেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও মহকুমার একাধিক ব্লকে বহু গ্রাম এখনও জলমগ্ন। মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “এ বার বন্যায় মহকুমায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে বহু মাটির বাড়ি ও চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।” ফি বছর জল কমলে বিভিন্ন জলবাহিত রোগের প্রকোপ শুরু হয়। তাই জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা গ্রামে ঘুরছেন।

পুরনো খবর:
সুদীপ্ত আজ ফের ঘাটাল আদালতে
সারদা-কাণ্ডের অন্যতম দুই অভিযুক্ত অরবিন্দ চহ্বাণ ও মনোজ নাগেলকে রবিবার ফের ঘাটাল এসিজেএম আদালতে তোলা হয়। ঘাটাল থানার একটি মামলার জেরে গত ৩১ জুলাই সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন-সহ ওই দুই অভিযুক্তকে ঘাটাল আদালতে হাজির করে পুলিশ। বিচারক তিন জনকেই পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এ দিন অরবিন্দ ও মনোজের পক্ষে কোনও আইনজীবী সওয়াল না করায় বিচারক তাঁদের ১৪ দিন জেল হেফাজতে পাঠান। সারদা কাণ্ডের পর জেলার ঘাটাল, চন্দ্রকোনা-সহ একাধিক থানায় স্থানীয় এজেন্ট-সহ সংস্থার অন্য অংশীদারদের নামেও মামলা হয়। জেলা এনফোর্সমেন্ট বিভাগের এক তদন্তকারীর কথায়, “দুই অভিযুক্তকে জেরা করে তদন্তের জন্য প্রয়োজনীয় বিষয় জানা গিয়েছে। তাই নির্ধারিত সময় পাঁচ দিনের আগেই আদালতে তাঁদের হাজির করা হয়। আজ সোমবার সুদীপ্ত সেনকে ফের ঘাটাল এসিজেএম আদালতে তোলা হবে।” পুলিশ সূত্রে খবর, আজ সোমবার ওই দুই অভিযুক্ত অরবিন্দ চহ্বাণ ও মনোজ নাগেলের বালুরঘাট আদালতে হাজির হওয়ার দিন রয়েছে। রবিবারই ওই দুই অভিযুক্তকে পুলিশ বালুরঘাটের উদ্দেশে নিয়ে যায়।

রামকৃষ্ণ মন্দির
ছবি: দেবরাজ ঘোষ।
‘ঝাড়গ্রাম রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র ও সেবা সমিতি’র উদ্যোগে রবিবার ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় শ্রীরামকৃষ্ণ মন্দির ও উপাসনা গৃহের দ্বারোদ্ঘাটন করা হল। প্রতিষ্ঠা করা হল শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি। মন্দির ও উপাসনা গৃহের দ্বারোদ্ঘাটন করেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি-পরিষদ সদস্য স্বামী দিব্যানন্দ। এই উপলক্ষে নানা অনুষ্ঠান ও পূজাপাঠের আয়োজন ছিল। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ-মিশনের অধ্যক্ষ স্বামী শ্রুতিসারানন্দ, ঘাটশিলা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নটরাজানন্দ, বরাহনগর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী দিব্যরসানন্দ, উদ্বোধন কার্যালয়ের স্বামী দিব্যাশ্রয়ানন্দ প্রমুখ। সন্ধ্যায় রামকৃষ্ণ কথামৃত পাঠ করেন স্বামী দিব্যরসানন্দ।

ঝাড়গ্রামের জঙ্গলে দেহাবশেষ
ঝাড়গ্রামের মাসাংডিহি জঙ্গলে উদ্ধার হচ্ছে দেহাবশেষ
গামারিয়া ও মাসাংডিহির জঙ্গলে মাটি খুঁড়ে দেহাবশেষ উদ্ধার করল পুলিশ। জামাকাপড়ের অংশ ও আংটি দেখে প্রাথমিক ভাবে দেহাবশেষ পাঁচু মুর্মু (২৫) ও দেবেন্দ্রনাথ সিংহের (৪৬) বলে নিহতদের পরিজনেরা চিহ্নিত করেন। দু’জনেই মাওবাদী-জনগণের কমিটির আন্দোলন-পর্বে অপহৃত হন। রাজমিস্ত্রি পাঁচু ২০১০ সালের অগস্টে নিখোঁজ হন। পুলিশের চর সন্দেহে মাওবাদীরাই তাঁকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে বলে অনুমান করা হচ্ছিল। ওই বছর ১৯ নভেম্বর মাওবাদীরা স্কুল থেকে তুলে নিয়ে যায় প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক, সিপিএম কর্মী দেবেন্দ্রকে। এ দিন বিশেষ সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রামের ডিএম বিনয়রঞ্জন সাঁতরার উপস্থিতিতে মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধার হয়। গামারিয়া জঙ্গলে পাওয়া হাড়গোড় পাঁচু মুর্মুর বলে শনাক্ত করেন তাঁর স্ত্রী বনলতাদেবী। পরে মাসাংডিহি জঙ্গল থেকে উদ্ধার হওয়া দেহাবশেষ দেবেন্দ্রনাথের বলে শনাক্ত করেন তাঁর দুই ছেলে।

বাসে অশালীন আচরণ, ধৃত ৩
চলন্ত বাসে মদ্যপ অবস্থায় মহিলা সহযাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত তিন যুবকের নাম নন্দদুলাল মাইতি, ভাগ্যধর মাইতি, মণীন্দ্রনাথ মাইতি। তাঁদের সকলের বাড়ি মারিশদা থানার দক্ষিণ কাঞ্চেশ্বর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বর্ধমানের একটি পরিবার হাওড়া থেকে দিঘা যাওয়ার বাসে ওঠে। হাওড়া থেকে ওই তিন যুবকও বাসে উঠে ওই পর্যটক পরিবারের মহিলা সদস্যদের প্রতি কটূক্তি ও অশালীন আচরণ করতে থাকে। বাসটি মেচেদাতে কিছুক্ষণ থামলে ওই যুবকেরা স্থানীয় একটি চটিতে মদ খেয়ে ফের বাসে ওঠে। ওই পরিবার ও বাসের অন্য যাত্রীরা তাঁদের আচরণের প্রতিবাদ করলেও কোনও কাজ হয়নি। শেষে বাস থেকেই ফোনে মারিশদা থানায় যোগাযোগ করে পুলিশের সাহায্য চাওয়া হয়। বাসটি দিঘার পথে মারিশদায় এলে পুলিশ বাস থামিয়ে ওই তিন যুবককে গ্রেফতার করে। ওই মহিলাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে।

প্রতারণার দায়ে গ্রেফতার নেতা
প্রতারণার অভিযোগে বিজেপির জেলা কমিটির সদস্য অর্ধেন্দু দাসকে গ্রেফতার করল পুলিশ। শনিবার হলদিয়ার সুতাহাটা বাজার থেকে তাঁকে ধরা হয়। রবিবার তাঁকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্ধেন্দুবাবু একটি জলশোধন মেশিন প্রস্তুতকারী সংস্থার এজেন্সিতে কাজ করতেন। অভিযোগ, দীর্ঘ দিন ধরে গ্রাহকদের থেকে টাকা তুললেও সংস্থায় সেই টাকা তিনি জমা দেননি। এ ভাবে প্রায় ৩ লক্ষ টাকা বকেয়া থাকায় ওই এজেন্সির মালিক সুভাষ বোরা শুক্রবার থানায় অভিযোগ দায়ের করলে তাঁকে ধরে সুতাহাটা থানার পুলিশ। বিজেপির জেলা সভাপতি তপন কর বলেন, “অর্ধেন্দুবাবু কিস্তিতে টাকা পরিশোধের কথা বললেও, এজেন্সি মালিক একসঙ্গে সব টাকা চাওয়াতেই ওই সমস্যা।”

আত্মঘাতী এজেন্ট
আত্মঘাতী হলেন এক বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্ট। মৃতের নাম সুমন দাস (২৭)। শনিবার দুপুরে মারিশদা থানার চাঁদবেরিয়া গ্রামে সুমনবাবু নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবার ও সূত্রে জানা গিয়েছে, তিনি যে অর্থলগ্নি সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেন সম্প্রতি সেটি বন্ধ হয়ে যায়। ফলে আমানতকারীরা টাকা ফেরত দেওয়ার জন্য তাঁর উপর চাপ দিতে থাকে। সেই কারণেই সুমনবাবু আত্মহত্যা করেছেন বলে অনুমান।

ঝাড়গ্রামে শুরু শ্রাবণী মেলা
রবিবার থেকে ঝাড়গ্রামের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শুরু হল ‘শ্রাবণী মেলা ও লোক সংস্কৃতি উৎসব’। এ বার একাদশ বর্ষের মেলার বিশেষ আকর্ষণ ‘পর্যটন উৎসব’। রবিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুমিত কুমার। ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী। মেলা কমিটির কর্মকর্তা সৌমেন মাহাতো জানান, ঝাড়গ্রামের পর্যটন প্রসারের লক্ষ্যে এ বছর থেকে মেলার সঙ্গে পর্যটনকেও যুক্ত করা হয়েছে। মেলায় থাকছে পর্যটন বিষয়ক স্টল। এ ছাড়া নানা মিনোরঞ্জনের উপকরণ রয়েছে মেলায়। রয়েছে হরেক রকম জিভে জল আনা খাবারের স্টল-ও। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পনেরো দিনের এই মেলা চলবে ১৮ অগস্ট পর্যন্ত।

বাজ পড়ে মৃত্যু
জলা জমিতে মাছ ধরার সময় বাজ পড়ে মৃত্যু হল বালিকার। মৃতের নাম পূর্ণিমা দাস (১২)। বাড়ি নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকার শ্রীপুর গ্রামে। রবিবার বিকেল সাড়ে চারটের সময় পূর্ণিমা বাড়ির কাছেই জলা জমিতে মাছ ধরছিল। বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় পূর্ণিমার।

রমজানে বস্ত্র বিলি
পবিত্র রমজান মাস উপলক্ষে বস্ত্র বিতরণ করল সিপাইবাজারের একটি ক্লাব। রবিবার ৩০০ জনকে লুঙ্গি ও শাড়ি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, মেদিনীপুরের প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু, কংগ্রেস নেতা সৌমেন খান, পরিমল রায় প্রমুখ। ক্লাবের সভাপতি মহম্মদ রফিক বলেন, “প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি।” এ দিনই ৬ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৭০ জনকে বস্ত্র বিতরণ করা হয়। সঙ্গে ছিল ইফতার পার্টি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.