শিক্ষকদের চলে যাওয়া থামছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। দীপক মণ্ডল নামে রসায়ন বিভাগের এক অধ্যাপক সম্প্রতি প্রেসিডেন্সি থেকে ইস্তফা দিয়ে যোগ দিয়েছেন বিধাননগর সরকারি কলেজে। মাস চারেকের মধ্যেই তাঁর অবসর নেওয়ার কথা। এই নিয়ে কয়েক মাসে প্রেসিডেন্সি থেকে মোট আট জন শিক্ষক পদত্যাগ করলেন।
সংখ্যাটা অচিরেই বাড়তে চলেছে। প্রেসিডেন্সি সূত্রের খবর, দর্শনের শিক্ষিকা পৌলভী দাসও ব্যক্তিগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন। চলতি মাসের শেষেই তিনি অন্যত্র যোগ দিচ্ছেন। প্রেসিডেন্সি থেকে যে-সব শিক্ষক ইস্তফা দিয়েছেন, তাঁদের বেশির ভাগেরই আপত্তি ছিল বেতন নিয়ে। কয়েক জন অবশ্য প্রেসিডেন্সি ছেড়েছেন গবেষণার পরিকাঠামো না-পেয়ে। তবে দীপকবাবু ও পৌলভীদেবীর সঙ্গে এ-সব বিষয়ের তেমন কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।
রসায়নের প্রাক্তন বিভাগীয় প্রধান দীপকবাবু প্রেসিডেন্সি ছাড়লেন কেন?
উপাচার্য মালবিকা সরকার রবিবার বলেন, ‘‘উনি মনে করছেন, বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দিলে অবসরকালীন প্রাপ্য পেতে সুবিধা হবে। তাই তিনি সরকারি কলেজেই ফিরে যাচ্ছেন।”
আর পৌলভীদেবীর ইস্তফা প্রসঙ্গে উপাচার্যের দাবি, “পৌলভী যাচ্ছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। এর আগে তিনি দিল্লির একটি কলেজে পড়াতেন। তিনি দিল্লিরই বাসিন্দা। ছোট বাচ্চা নিয়ে ওঁর এখানে থাকতে অসুবিধা হচ্ছে। তাই তিনি দিল্লি ফিরে যাচ্ছেন।” পৌলভীদেবী প্রেসিডেন্সিতে যোগ দেন এ বছরেরই মে মাসে।
তবে পৌলভীদেবীর সহকর্মীদের কেউ কেউ জানান, প্রেসিডেন্সিতে তিনি যে-ভাতা পাবেন ভেবেছিলেন, তা পাননি। তাই ইস্তফা দিয়েছেন। পৌলভীদেবীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ফোন বেজে গেলেও কেউ ধরেননি। আর দীপকবাবু ইস্তফার ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না বলে জানিয়ে দিয়েছেন। |