প্রচারের আলো এড়িয়ে কলকাতা সফর করে গেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় আসেন ভাগবত। আজ, সোমবার ভোরে যাচ্ছেন জয়পুর। ছ’দিনের এই কলকাতা সফরে ভাগবত দেখা করেছেন কয়েক জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে। আরএসএসের তরফে একে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও রাজনৈতিক নেতাদের অনেকেই ভাগবতের সফরে মোদী-গন্ধ পাচ্ছেন।
লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে বিজেপি-র প্রচারে নরেন্দ্র মোদীকে প্রধান মুখ হিসেবে তুলে ধরতে তৎপর আরএসএস। এই প্রেক্ষিতে রাজনীতির কারবারিদের অনেকের মতে, এ রাজ্যে জমির উর্বরতা মাপতেই এসেছিলেন ভাগবত। সেই উদ্দেশ্যেই জনসমাজে যাঁদের কিছুটা প্রভাব বা আকর্ষণ আছে, তাঁদের একাংশের সঙ্গে তিনি দেখা করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর কে কে গঙ্গোপাধ্যায়, সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, প্রখ্যাত চিকিৎসক রথীন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার ইচ্ছা ছিল সরসঙ্ঘচালকের। কিন্তু তিনি শহরে না-থাকায় তাঁর সঙ্গে ভাগবতের সাক্ষাৎ হয়নি। আরএসএসের তরফে সুব্রত চট্টোপাধ্যায় অবশ্য দাবি করছেন, ভাগবত যখন যে রাজ্যে যান, তখন সেখানকার বিশিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। কলকাতা-সফরও তার ব্যতিক্রম নয়। কলকাতায় এসে ভাগবত সল্টলেকে আইন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে একটি আলোচনাসভায় যোগ দেন। এ ছাড়া, আরএসএস-এর বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদকদের সঙ্গে আলোচনাসভাতেও ছিলেন তিনি। শনি ও রবিবার গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে আয়োজিত হয়েছিল ওই আলোচনাসভা। |