ভিড় ছাপিয়ে উচ্ছ্বাস, জমজমাট ঈদের বাজার
বিদীপ্তা বিশ্বাস |
রকমারি জুতোর পসরা ঘিরে ঠেলাঠেলি। মধুবালা স্টাইলের ফ্রক কিনে উচ্ছ্বসিত খুদে। গুছিয়ে কেনাকাটা করে নিতে হাজির হয়ে যাওয়া সপরিবারে। ঈদের আগে শেষ রবিবারের বাজারে এমনই সব খুশিয়াল মুহূর্ত। ভিড় সামলাতে নিউ মার্কেটের দোকানিরা কেউ কেউ অস্থায়ী ভাবে দোকানের কিছুটা অংশ বাড়িয়ে নিয়েছেন। তবু তুমুল ঠেলাঠেলিতেই বিকিকিনি। পোশাক-আশাকের সঙ্গে তাল মিলিয়ে বিকোচ্ছে হরেক রঙের শিমাইও। বিমানবন্দর এলাকা থেকে সপরিবারে এসেছিলেন শেখ আজিজ। ভিড় ঠেলে পছন্দসই জিনিস কিনতে গিয়ে নাজেহাল দশা। “কী করব! আর তো সময় নেই!” বলছিলেন তিনি। সঙ্গে আফশোস, আর কয়েকটা দিন আগে এলে এতটা ঝামেলা পোয়াতে হত না! মোমিনপুরের সৈয়দ আলিফার আলি অবশ্য আফশোস থেকে ঢের দূরে। ছুটির বিকেলে মা ও শাশুড়িকে নিয়ে কেনাকাটার ফাঁকেই একগাল হেসে বললেন, “সময় পেলেই টুকিটাকি কেনা চলছিল। তবে অনেকটাই বাকি। আজই সব সেরে ফেলতে এসেছি।” |
ঠাসাঠাসি ভিড়ে ছিল ঘোরাঘুরির ক্লান্তিও। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে উপচানো খুশি। রাস্তার ধারের ছোটখাটো দোকান ঘিরেও রাত পর্যন্ত পাক খেয়েছে ভিড়। তুলনায় অবশ্য কম ভিড় টেনেছে শপিং মল বা ব্র্যান্ডেড দোকান। ঈদের কেনাকেটার মেজাজে ঢুকে পড়েছিল ‘ফ্রেন্ডশিপ ডে’ও। নিজেদের জন্য কেনাকাটার ফাঁকেই বন্ধুদের জন্যও অনেকেই কিনে ফেলেছেন উপহার। তবে নিউ মার্কেটের মতো উপচে পড়া ভিড় চোখে পড়েনি শহরের সব বাজারে। মল্লিকবাজার বা রাজাবাজার তুলনায় ছিল অনেক ফাঁকা। গোনাগুনতি কিছু ক্রেতা এসেছেন। এলাকার ব্যবসায়ীরা জানালেন, দু’তিন বছর আগেও ইদের বাজারে মাছি গলার জায়গা থাকত না। ক্রেতাদের ফরমায়েশ মেটাতে কালঘাম ছুটত। এখন এই হাল কেন? মল্লিকবাজারের এক বস্ত্র ব্যবসায়ী মহম্মদ আব্দুল জানান, আশেপাশে বেশ কয়েকটি বড় মার্কেট হয়েছে। দোকান বেড়েছে। তুলনায় বাড়েনি ক্রেতা। সে জন্যই খরিদ্দারের খামতি।
|
ঋণের টোপে জালিয়াতি, ধৃত ১ |
দ্রুত ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম বিপিনবিহারী চৌবে। সৌমেন ভট্টাচার্য নামে লেক থানার মতিলাল নেহরু রোডের এক বাসিন্দা বিজ্ঞাপন দেখে ঋণদাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। ওই সংস্থার লোক তাঁর বাড়ি গিয়ে সৌমেনের বাবার কাছ থেকে একটি সই করা ‘ক্যানসেল্ড’ চেক ও তিনটি খালি চেক নেয়। তার পরেই সৌমেন জানতে পারেন, তাঁর বাবার দেওয়া চেকে সই জাল করে ২ অগস্ট শরৎ বোস রোডের একটি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট থেকে ৪৯ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া হয়েছে। তারক খাটুয়া নামে সৌমেনের এক বন্ধুও ওই সংস্থায় ঋণ চেয়েছিলেন। সৌমেনের বিষয়টি জানতে পেরে তিনি চেক দেওয়ার কথা বলে দুষ্কৃতীদের ধর্মতলায় আসতে বলেন। পুলিশ জানায়, তাঁর চেক নিতে গিয়ে ধরা পড়ে বিপিন।
|
ঠাকুরপুকুরে টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীর স্কুলব্যাগ ছিনতাই করে পালাল মোটরবাইক আরোহী এক দুষ্কৃতী। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় একাদশ শ্রেণির ওই ছাত্রী সাইকেলে বাড়ির ফিরছিল। মোটরবাইকে চেপে দুষ্কৃতী তার পিছু নেয়। হর্ন শুনে মেয়েটি রাস্তার পাশে সরে যায়। দুষ্কৃতী তার সাইকেলের সামনের বাস্কেট থেকে স্কুলব্যাগ তুলে নিয়ে পালায়। ছাত্রীর পরিবার হরিদেবপুর থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে। |