অস্বাভাবিক মৃত্যু যুবকের, ধৃত স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, তাঁর নাম ইয়াসিন কাজি। বাড়ি রায়না থানার মাঠনুরপুরে। রবিবার সকালে ইয়াসিনকে তাঁর বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকেরা। পুলিশ এই ঘটনায় মৃতের স্ত্রী জাকিরুন বিবি,শ্বশুর আব্দুস সাত্তার মল্লিক ও শাশুড়ি সানুয়ারা বেগমকে গ্রেফতার করেছে। মৃতের ভগ্নিপতি আমরিয়া মণ্ডল জামালপুর থানায় অভিযোগ করেন, তাঁর শ্যালককে খুন করে দেহ ঝুলিয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার পর থেকে মৃতের বন্ধু মুশারফ শেখ ওরফে কালো ও শ্যালক শেখ জাহির হোসেন মল্লিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। বর্ধমানের এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান ধৃত দুই মহিলা-সহ তিন জনকে এ দিন বর্ধমান সিজিএম আদালতে হাজির করানো হয়। আদালত তাঁদের জামিনের আবেদন না-মঞ্জুর করে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। রবিবার মৃতের দেহ ময়নাতদন্ত করানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ মর্গে। সেখানে তাঁর ভগ্নিপতি আমরিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকেই ঘরজামাই থাকা ইয়াসিনের উপর নানাভাবে অত্যাচার চালাতেন তাঁর স্ত্রী জাকিরুন বেগম। এ ব্যাপারে মেয়েকে মদত দেওয়ার কাজ করতেন মা ও বাবা। পুলিশ এ দিন জেনেছে, জাকিরুনের ভাই জাকির হোসেন মল্লিকের সঙ্গে গরু কেনাবেচার ব্যবসা করতেন মুশারফ। সেই সূত্রে তিনি মাঝেমধ্যেই জাকিরুনদের বাড়িতে আসতেন। সেই সময় জাকিরুনের সঙ্গে ওই ব্যক্তির অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে আমরিয়ার অভিযোগ। এই অবৈধ সম্পর্কের জেরেই তাঁর শ্যালক ও তার বন্ধু মুশারফ মিলে খুন করে প্রমাণ লোপাটের জন্য ইয়াসিনের দেহ গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে।
|
প্রাক্তন প্রধান ধৃত আউশগ্রামে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পঞ্চায়েত ভোটের দিন গোলমালের জেরে প্রাক্তন সিপিএম প্রধানকে গ্রেফতার করল পুলিশ। অরূপ আচার্য নামে ওই ব্যক্তি আউশগ্রামের দিকনগর পঞ্চায়েতের প্রাক্তন সিপিএমের প্রধান। এ বার ভোটে তিনি এই গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন। রবিবার তাঁকে আদালতে তোলা হলে সিজেএম আদালত তাঁকে ৬ অগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তবে সিপিএমের গুসকরা জোনাল কমিটি কিছু বলতে চায়নি। দলীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা জোনাল কমিটির সম্পাদক অচিন্ত্য মজুমদারের বিরুদ্ধে ভোটের দিন অভিরামপুরে তৃণমূলের উপর হামলা চালানোর মামলা দায়ের করা হয়েছে। অচিন্ত্যবাবু বলেন, “ভোটের পরে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে আমাদের নেতাদের জেলে পাঠিয়ে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে। তাই প্রচুর মামলাও দায়ের করা হয়েছে। আমি যে মামলায় অভিযুক্ত, তাতে দুই প্রাক্তন শিক্ষক-সহ চার জন শিক্ষকের বিরুদ্ধে তির নিয়ে হামলা চালানোর অভিযোগ রয়েছে।” উল্লেখ্য স্থানীয় তৃণমূলের নেতার অভিযোগের ভিত্তিতে আউশগ্রাম থানার পুলিশ অরূপবাবুর বিরুদ্ধে এই মামলা দায়ের করে। সিপিএমের দাবি, বেশ কয়েকদিন আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করায়।
|
পুলিশকে মারধর, ধৃত ৪ অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পঞ্চায়েত ভোটের গণনার পরের দিন পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে দুই সিপিএম নেতা-সহ মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়। রবিবার বর্ধমান সিজেএম আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন রমেন্দু মিত্র ওরফে স্বপন, মহম্মদ আবদুল আজিম, শেখ সইফুল ইসলাম ও আশিস সেন ওরফে ভোম্বল। সিপিএমের দাবি, ঘটনার দিন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। ওই দিন জামালপুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। অভিযোগ, তখন পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। সিপিএমের জামালপুর জোনাল কমিটি সূত্রে জানানে হয়েছে, রমেন্দুবাবু দলের জামালপুর জোনাল কমিটির সদস্য এবং আব্দুল তাঁদের জামালপুর ২ লোকাল কমিটির সদস্য। এ দিন তাঁরা বাজারে বসেছিলেন। সেই সময় পুলিশ গ্রেফতার করে তাঁদের।
পুরনো খবর: ফল বেরোনোর পরেই সংঘর্ষ
|
চোলাই তৈরির সামগ্রী আটক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
চোলাই মদ তৈরির প্রচুর উপকরণ বাজেয়াপ্ত করল বর্ধমান থানার পুলিশ। শনিবার স্থানীয় বিজয়রামে ঘটনাটি ঘটেছে। একটি ভ্যান রিক্সাতে বোঝাই করে ২০টি গুড়, ১০০ কিলোগ্রামের মত চোলাই মদ তৈরির উপকরণ নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই ভ্যানরিক্সাচালক বাদল দাস ও মদ প্রস্তুতকারক স্বপন রেজকে গ্রেফতার করেছে। মদ তৈরির উপকরণ রাখার গুদামটি সিল করে দেওয়া হয়েছে। আদালতে ওই দু’জনকে হাজির করিয়ে স্বপনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জেরা করে ওই এলাকায় মদ তৈরি ও বিক্রয় চক্রের ব্যাপারে খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। |