টুকরো খবর |
জেসপে গুলি চালানোয় ধৃত নিরাপত্তারক্ষী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বন্ধ পড়ে থাকা জেসপ কারখানার ভেতরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত বেসরকারি নিরাপত্তারক্ষী ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে কোকওভেন থানার পুলিশ। তবে অসুস্থতার কারণে তাঁরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁদের আদালতে তুলে পুলিশ হেফাজতের আর্জি জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২ অগস্ট বিকেল সাড়ে ৫টা নাগাদ ওই কারখানার ভিতরে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এক মহিলার মৃত্যু হয়। জখম হন আরও একজন। তাঁরা কয়েকজন মিলে কারখানা চত্বরের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন বলে দাবি স্থানীয় একাংশের। তাঁদের অভিযোগ, কর্তব্যরত বেসরকারি নিরাপত্তারক্ষী গুলি চালিয়েছিলেন। পুলিশ জানায়, ঘটনার পর থেকে নিরাপত্তারক্ষী রামময় বন্দ্যোপাধ্যায় পলাতক। তিনি যে ঠিকাদার সংস্থার কর্মী সেখানেও তাঁর কোনও খোঁজ মেলেনি। পরে পুলিশ জানতে পারে, কারখানার ভিতরে নিরাপত্তার দায়িত্বে সেদিন রামময়বাবুর সঙ্গে আরও এক নিরাপত্তা কর্মী ছিলেন। তাঁর নাম শ্যামাচরণ দে। তাঁরও খোঁজ মিলছে না। রবিবার দুপুরে পুলিশ জানতে পারে, ওই দু’জন অসুস্থ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। এরপরেই পুলিশ তাঁদের গ্রেফতার করে। হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে সেদিন কি হয়েছিল, কোন পরিস্থিতিতে গুলি চালাতে বাধ্য হন তাঁরা সেসব প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ।
পুরনো খবর: কেন গুলি চালাল রক্ষী, ধন্দে পুলিশ
|
দানসামগ্রী পাচারে অভিযুক্ত সিপিএম
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
|
সিপিএম কার্যালয়ে রাখা দানসামগ্রী।—নিজস্ব চিত্র। |
সিপিএমের বিরুদ্ধে বিধায়ক কোটায় পাওয়া দান সামগ্রী কার্যালয়ে মজুত রেখে পাচারের অভিযোগ তুলল তৃণমূল। শনিবার গভীর রাতে জামুড়িয়ার সিপিএমের পাঁচ নম্বর লোকাল কমিটির কার্যালয়ে ঘটনাটি ঘটেছে। উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় আসে পুলিশও। তৃণমূল নেতা নীলু চক্রবর্তীর অভিযোগ, “শনিবার রাত এগারোটা নাগাদ আমরা জানতে পারি বিধায়ক কোটার দানসামগ্রী সিপিএম তাঁদের পার্টি অফিসে ঢোকাচ্ছে। রবিবার সকালে আমরা স্থানীয় বাসিন্দাদের নিয়ে ওই পার্টি অফিস ঘেরাও করি।” সিপিএমের ওই লোকাল কমিটির সম্পাদক তাপস কবি বলেন, “বিধায়ক কোটার দান সামগ্রী বিধায়কের বাড়িতে রাখা ঠিক নয়। তাই বিধায়কের অনুরোধে দান সামগ্রী আমরা পার্টি অফিসে রেখেছিলাম।” তিনি জানান, দান সামগ্রীর মধ্যে ছিল ১২৫টি ত্রিপল, ৫০টি শাড়ি, ৪৫টি ধুতি, ২০টি জামা এবং প্রায় ৩০টি চাদর। বিধায়কের তৈরি তালিকা অনুযায়ী সেগুলি বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, সামগ্রীগুলি এখন পুলিশি হেফাজতে থাকবে।
|
যৌথ সম্মেলন দুই শিক্ষক সংগঠনের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তৃণমূলের দুই শিক্ষক সংগঠন, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা শিল্পাঞ্চল কমিটির যৌথ সম্মেলন হল শনিবার। দু’হাজারেরও বেশি প্রতিনিধি আসানসোলে এই সম্মেলনে যোগ দেন। উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। ছিলেন সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় ও প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামাপদ পাত্র। মলয়বাবু বলেন, “শিক্ষকদের মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের সুনাগরিক গড়ে তোলার দায়িত্ব তাঁদেরই।” এই যৌথ সম্মেলনের আহ্বায়ক তথা প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অশোক রুদ্রর দাবি, শিল্পাঞ্চলের বেশিরভাগ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাঁদের সংগঠনের সদস্য। যে স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা এখনও সদস্যপদ নেননি সেখানে বিশেষ অভিযান শুরু করা হচ্ছে।
|
কার্যালয় দখলে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
সিটু অনুমোদিত পরিবহণ ইউনিয়ন কার্যালয় দখল করে নিল তৃণমূল প্রভাবিত বাস কর্মচারী ইউনিয়ন। অন্ডালের উখড়ার ঘটনা। তৃণমূলের পরিবহণ নেতা রাজু মুখোপাধ্যায় জানান, সিটুর ২৪০ জন সদস্য ছিল। তবে ক্ষমতা বদলের পর বেশ কিছু সদস্য তাঁদের সংগঠনে যোগ দেন। পঞ্চায়েতের ফল ঘোষণার পরে বাকিরাও তাঁদের সদস্য পদ নিয়েছেন। রাজুবাবু বলেন, “এই কার্যালয় পরিবহণ কর্মচারীদের জন্যই। তাঁদের টাকাতেই কার্যালয় নির্মাণ হয়েছিল। এখন সমস্ত সদস্য যদি তৃণমূলে চলে আসেন তাহলে স্বাভাবিক ভাবেই কর্মীরা কার্যালয়টি নিজেদের দখলে নেবে। তাই নিয়েছেন।” সিটু নেতা বংশীধর বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার কার্যালয় থেকে তাঁদের পতাকা নামিয়ে নিজেদের পতাকা তুলে দিয়েছে তৃণমূল। তাঁদের বোর্ড খুলে ফেলে নিজেদের বোর্ডও লাগিয়েছে। তাঁর দাবি, “কিছু সদস্য অন্য দলে গেলেই কার্যালয়টি অন্যের দখলে যেতে পারে না।”
|
নিম্নমানের চাল মেলায় রান্না বন্ধ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নিয়মিত নিম্ন মানের চাল মেলায় রান্না বন্ধ রাখলেন সয়ম্ভর গোষ্ঠীর কর্মীরা। শনিবার জামুড়িয়ার পানিহাটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি ঘটেছে। ওই স্বয়ম্ভর গোষ্ঠীর কর্মী গুলসন বেগমের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত সিংহ ভাল চাল সরিয়ে রেখে তাঁদের নিম্ন মানের চাল দিচ্ছেন। বারাবার বলেও প্রতিকার না মেলায় এ দিন বাধ্য হয়ে রান্না বন্ধ রাখেন তাঁরা। তবে প্রধান শিক্ষক অনন্তবাবু জানান, চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে অমন অভিযোগ আনা হচ্ছে। জামুড়িয়ার অবর বিদ্যালয় পরিদর্শক চিন্ময় হাজরা বলেন, “সোমবার তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন।”
|
মারধর ও ভাঙচুরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এক তৃণমূল সমর্থককে মারধর এবং তাঁর বাড়ি ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার রাতে বল্লভপুর পেপারমিল এলাকার ঘটনা। বিষয়টি নিয়ে তৃণমূল সমর্থক ইন্দ্রজিৎ দত্ত রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। ইন্দ্রজিৎবাবু জানান, শনিবার রাতে সিপিএমের জনাকয়েক সদস্য তাঁর বাড়ি এবং কার্যালয়ে হামলা করে। তাঁকে মারধরও করা হয়। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।
|
বাস উল্টে জখম
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দুরপাল্লার বাস উল্টে জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। শনিবার ভোরে বিহার থেকে আসা কলকাতামুখী ওই বাসটি সালানপুরের এথোড়া মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কে উল্টে যায়। ঘটনাস্থলে যায় সালানপুর ও কুলটি থানার পুলিশ। আহত বাসযাত্রীদের উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের অনুমান, বাসের ছাদে প্রচুর জিনিসপত্র চাপানো ছিল। ভেজা রাস্তায় দ্রুত চলা বাসটি কোনওভাবে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
|
বণিকসভার উদ্যোগে ঠান্ডা পানীয় জল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল বার্নপুরের বিভিন্ন এলাকায় ঠান্ডা পানীয় জলের যন্ত্র বসিয়েছে আসানসোল চেম্বার অব কমার্স। বাসস্ট্যান্ড, স্টেশন চত্বর ও প্রেক্ষাগৃহের সামনে প্রায় ২৬টি যন্ত্র বসানো হয়েছে বলে জানান আসানসোল বণিকসভার সভাপতি সুব্রত দত্ত। গরমে পথে শহরবাসীর পিপাসা মেটাতেই এই উদ্যোগ বলে জানানো হয়। সহায়তা করেছে আসানসোল পুরসভা। জল দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলাম এই উদ্যোগকে সাধুবাদ জানান।
|
কোথায় কী |
আসানসোল
ফুটবল প্রতিযোগিতা। আসানসোল স্টেডিয়াম। দুপুর পৌনে ২টো ও বিকাল ৪টা।
ফুটবল প্রতিযোগিতা। আপার চেলীডাঙা রাজীব গাঁধী মাঠ। বিকাল ৪টা।
ফুটবল প্রতিযোগিতা। মহিশীলা ৩ নম্বর মাঠ। বিকাল ৪টা।
ফুটবল প্রতিযোগিতা। রামসায়ের মাঠ। বিকাল ৪টা।
বারাবনি
ফুটবল প্রতিযোগিতা। ইটাপাড়া। বিকাল ৪টা। |
|