তরুণ অধিনায়কের নেতৃত্বে বিদেশের মাঠে প্রথম সিরিজ হোয়াইটওয়াশের উচ্ছ্বাসে যেন না থেকেও কোথাও একটা থেকে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। সিরিজ জিতে উঠে যখন বিরাট কোহলি বলে গেলেন, অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য উৎসর্গ করছেন ক্যাপ্টেন কুল-কে। ধোনিকে ‘বিগ ম্যান’ বলে কোহলির মন্তব্য, “ওর কাছ থেকে কিছু ট্যাকটিক্স শিখেছি, যেগুলো মাঠে ব্যবহার করলাম।”
বুলাওয়াতে এ দিন অমিত মিশ্রর দাপুটে বোলিংয়ে অবশ্য জিম্বাবোয়ের ১৬৩ তাড়া করতে নামার আগেই হোয়াইটওয়াশ নিশ্চিত হয়ে গিয়েছিল। ৬-৪৮ বোলিং হিসেব ভারতীয় লেগস্পিনারের কেরিয়ারের সেরা তো বটেই, বিশ্বরেকর্ডও। পাঁচ ম্যাচে সব মিলিয়ে ১৮টা উইকেট নিয়েছেন তিনি। দ্বিপাক্ষিক সিরিজের ইতিহাসে যা রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল জাভাগল শ্রীনাথের (সাত ম্যাচে ১৮ উইকেট)।
মিশ্রর স্পিনে ঘায়েল জিম্বাবোয়ের ১৬৩ তাড়া করতে ভারতের লাগল ৩৪ ওভার। সিরিজে এই প্রথম সুযোগ পেয়ে হাফসেঞ্চুরি করলেন অজিঙ্ক রাহানে (৫০)। জয়ের ছয়টা অবশ্য রবীন্দ্র জাডেজার (৪৮ নট আউট)। ৫-০ সিরিজ জিতে নিজের তরুণ টিমের প্রশংসায় বিরাট বলেছেন, “দলের সবাই এত প্রতিভাবান যে ওদের মোটিভেট করার জন্য আলাদা করে কিছুই করতে হয়নি আমাকে।” |
জাতীয় দলের বাইরে থাকলেও আনন্দে ভাসছেন গৌতম গম্ভীরও। টুইটারে অভিবাদন জানিয়েছেন টিম ইন্ডিয়াকে। লিখেছেন, “দারুণ করেছে ছেলেরা, ওয়েল ডান!”
ইতিহাস গড়ার আনন্দের মধ্যেও অবশ্য বিতর্ক এড়ানো যাচ্ছে না। শেষ ম্যাচে রাহানে সুযোগ পেলেও গোটা সিরিজেই খেললেন না জম্মু-কাশ্মীরের অলরাউন্ডার পরভেজ রসুল। শেষ পর্যন্ত তাঁর অভিষেক না ঘটায় হতাশা চেপে রাখেননি তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। টুইট করেছেন, “এত দূর নিয়ে গিয়ে ওর মনোবল এ ভাবে নষ্ট করার দরকার ছিল কি? তার চেয়ে দেশের কোনও সিরিজে রাখলে বোর্ডের খরচ কম হত।” ওমরের সঙ্গে সুর মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুরও টুইট করেছেন। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে কোহলি বলেন, “আসলে এই অবস্থায় জাডেজার মতো ক্রিকেটারকে বসিয়ে ঝুঁকি নিতে চাইনি। রসুল তো ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যাবে। নিশ্চয়ই খেলার সুযোগ পাবে। তা ছাড়া কে কী বলল, তাতে কিছু আসে যায় না। এই দলে অনেকেই ছিল, যারা দু’মাস বসে ছিল। তাদের তো সুযোগ দিতেই হবে।” বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল বলেছেন, “টিম বাছাই করাটা ম্যানেজমেন্টের কাজ। তাই ব্যাপারটা ওদের উপর ছেড়ে দেওয়াই ভাল।”
|
রসুল-নাটক |
এত দূর নিয়ে গিয়ে পরভেজের মনোবল এ ভাবে নষ্ট করার দরকার ছিল কি? তার চেয়ে দেশের কোনও সিরিজের স্কোয়াডে রাখলে বোর্ডের খরচটা কম হত।
—ওমর আবদুল্লা
পরিস্থিতি বুঝে টিম বাছাই করাটা ম্যানেজমেন্টের কাজ। তাই ব্যাপারটা ওদের উপর ছেড়ে দেওয়াই ভাল। পরভেজ নিশ্চয়ই ভবিষ্যতে সুযোগ পাবে।
—রাজীব শুক্ল |
|
পুরনো খবর: ওমরের দাবি আজ মানতে পারেন বিরাট |
“বিগ ম্যানের কাছ থেকেই ক্রিকেটের কৌশল শিখছি।
ধোনির
কাছ থেকে শেখা ট্যাকটিক্স তো এ বার মাঠে কাজেও লাগিয়েছি।” —কোহলি |
|
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবোয়ে ১৬৩ (উইলিয়ামস ৫১, অমিত মিশ্র ৬-৪৮)
ভারত ১৬৭-৩ (রাহানে ৫০, জাডেজা ৪৮ নট আউট, জার্ভিস ২-১৮)। |