|
|
|
|
সব দলই শক্তিশালী হোক, চান মমতা |
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
আগামী বছরের লোকসভা ভোটের দিকে তাকিয়ে আঞ্চলিক দলগুলির ফেডেরাল ফ্রন্ট গড়ার ডাক দিয়েছেন তিনি। কিন্তু তাই বলে জাতীয় দলগুলি দুর্বল হয়ে পড়ুক সেটাও চান না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তাঁর মতে, তা হলে সামগ্রিক ভাবে রাজনীতি এবং প্রশাসন ক্ষতিগ্রস্ত হবে।
আজ শিল্প সম্মেলনের পরে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে রাজনীতির প্রসঙ্গ খুব কমই উঠেছে। শুধু জানতে চাওয়া হয়েছিল, ২০১৪-র লোকসভা নির্বাচনের পরে জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলির ভূমিকা কী হবে? মমতার জবাব, “এটা ঠিক যে আমি ফেডেরাল ফ্রন্ট গঠনের পক্ষপাতী। কিন্তু একই সঙ্গে এটাও চাই যে, কেন্দ্রও শক্তিশালী হোক। জাতীয় এবং আঞ্চলিক, দু’ধরনের দলই যদি শক্তিশালী হয় তবেই এটা সম্ভব হবে। এই উপলব্ধিটা আসা দরকার।”
এই মন্তব্য নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কাকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী? তৃণমূল শিবিরের একাংশের মতে, কংগ্রেস বা বিজেপি বিশেষ কোনও দলের প্রতি এই মন্তব্য নয়। বরং সব জাতীয় দলকেই এটা মনে করিয়ে দেওয়া যে, তৃণমূল কারও হুকুমের দাস হয়ে থাকবে না। সে নিজের জোরেই রাজনীতি করবে।
এমনিতেই রাজনীতির সঙ্গে যুক্ত অনেকে মনে করছেন, আগামী লোকসভা ভোটে কংগ্রেস বা বিজেপি, কেউই সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আর সে ক্ষেত্রে তুরুপের তাস হয়ে দাঁড়াবে আঞ্চলিক দলগুলি। বিভিন্ন জনমত সমীক্ষাও তেমনই ইঙ্গিত দিচ্ছে। তৃণমূলের শীর্ষ নেতাদের দাবি, তেমন পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মমতা। তৃণমূল নেত্রী নিজে অবশ্য আজ বিনয়ের সঙ্গে তেমন সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। তাঁর কথায়, “আমি এক জন সাধারণ মানুষ। সাধারণ হয়েই থাকতে চাই।”
|
পুরনো খবর: মমতার ফ্রন্ট গড়ার ডাকে সাড়া নবীন-নীতীশের |
|
|
|
|
|