দেশ জুড়ে বিতর্কের মুখেও আইএএস অফিসার দুর্গাশক্তি নাগপালকে সাসপেন্ড করার সিদ্ধান্তকে ফের সমর্থন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আজ এক সাংবাদিক বৈঠকে তাঁর স্পষ্ট বক্তব্য, প্রশাসন ঠিক সিদ্ধান্তই নিয়েছে।
|
দুর্গাশক্তি নাগপাল |
নয়ডা এলাকার বালি-মাফিয়াদের বেআইনি কাজকর্মে বাধা দেওয়াতেই দুর্গাশক্তিকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ উড়িয়ে অখিলেশ এ দিন বলেন, “এই সিদ্ধান্তের পিছনে বালি মাফিয়াদের কোনও ভূমিকা নেই। আমরাও বেআইনি খননের বিরুদ্ধে। কিন্তু এ ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি।” অখিলেশ প্রশাসনের দাবি, একটি নির্মীয়মান মসজিদের দেওয়াল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দুর্গাশক্তি। যা নিয়ে ওই এলাকায় হিংসা ছড়ায়। এর পরেই দুর্গাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুর্গাশক্তির বিরুদ্ধে সেই প্রসঙ্গই তুলে অখিলেশ বলেন, “কয়েকটি মুসলিম পরিবার টাকা তুলে একটা মসজিদ তৈরির চেষ্টা করছিলেন। একটা দেওয়াল তোলা হয়েছিল। সেটা ভেঙে দেওয়া হল। এটা তো মেনে নেওয়া যায় না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হল।”
উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলাশাসকের রিপোর্ট অবশ্য অন্য কথা বলছে। রিপোর্টের বক্তব্য, সরকার অভিযোগ করলেও মসজিদের দেওয়াল ভাঙার নির্দেশ দুর্গা দেননি। তিনি শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে বলেছিলেন গ্রামবাসীদের। জেলাশাসকের ওই রিপোর্টেই জানানো হয়, দুর্গা ওই এলাকায় যাওয়ার পরে হিংসাত্মক কোনও ঘটনা ঘটেনি। অখিলেশ প্রশাসন অবশ্য জেলাশাসকের রিপোর্টে কান দিচ্ছে না। উল্টে এই রকম
রিপোর্ট দেওয়ার জন্য গৌতম বুদ্ধ নগরের জেলাশাসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে অখিলেশের দল এবং সরকারের অন্দরে। সমাজবাদী পার্টির নেতা নরেশ অগ্রবালের কথায়, “এক জন আইএএস অফিসার অন্য অফিসারের বিরুদ্ধে কখনও নেতিবাচক কথা বলেন না। ওই জেলাশাসককেও সাসপেন্ড করা উচিত।’’ দুর্গার আরও কড়া শাস্তি হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
প্রথমে পাশে দাঁড়ালেও দুর্গাশক্তির ব্যাপারে সরকারের কড়া মনোভাবে কিছুটা পিছু হটেছে রাজ্যের আইএএস অফিসারদের সংগঠন। তারা আর কোনও পদক্ষেপ না করলেও
দুর্গাকে পুনর্বহালের দাবিতে ‘অল ইন্ডিয়া আইএএস অ্যাসোসিয়েশন’-এর প্রতিনিধি সঞ্জয় রেড্ডি এ দিন দেখা করেন কর্মিবর্গ দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামীর সঙ্গে। পরে অবশ্য সঞ্জয় বলেছেন, “আইন অনুযায়ী এই বিষয়টিতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে। দুর্গাশক্তি যাতে ন্যায়বিচার পান, সেটাও আমরা দেখব।”
|