|
|
|
|
বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির শর্ত শিথিল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শুধু দরজা খুলে লাভ হয়নি। বাদ সেধেছে নিয়মের কড়াকড়ি আর তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। তাই এ বার বহু ব্র্যান্ডের পণ্যের খুচরো ব্যবসায় (মাল্টি ব্র্যান্ড রিটেল) বিদেশি বিনিয়োগ আসার পথ প্রশস্ত করতে সেই নিয়ম শিথিলের পথেই হাঁটল কেন্দ্র। যার ফলে আগামী দিনে ওয়াল-মার্ট, টেস্কো, ক্যারেফোরের মতো রিটেল বহুজাতিকের এ দেশে পুরোদস্তুর পা রাখার সম্ভাবনা কিছুটা হলেও উজ্জ্বল হল বলে মনে করছে শিল্পমহল। |
|
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা জানান, খুচরো ব্যবসায় টাকা ঢালার ক্ষেত্রে অন্তত দু’টি নিয়ম শিথিল করছে কেন্দ্র
• আগে বলা হয়েছিল, যে সব শহরের জনসংখ্যা ১০ লক্ষ কিংবা তার বেশি, একমাত্র সেখানেই খুচরো বিপণি চালু করতে পারবে বিদেশি রিটেল সংস্থা। কিন্তু এ দিন শর্মা জানান, সংশ্লিষ্ট রাজ্য রাজি থাকলে, ১০ লক্ষের কম জনসংখ্যার শহরেও বিপণি খোলা যাবে।
• এ ছাড়া গোড়ায় শর্ত ছিল, কোনও বিদেশি রিটেল সংস্থা ভারতে লগ্নি করলে, অন্তত ৩০% পণ্য তাদের কিনতে হবে স্থানীয় ছোট ব্যবসায়ীদের কাছ থেকেই। এ দিন সে শর্তও কিছুটা শিথিল করার কথা জানান বাণিজ্যমন্ত্রী।
বিশেষজ্ঞদের ধারণা, এ ধরনের শর্ত চাপানো হয় বলেই ভারতে লগ্নিতে আগ্রহ দেখায়নি বহুজাতিকগুলি।
আরও অনেক ক্ষেত্রে বিদেশি লগ্নির পথ মসৃণ করতে এ দিন শিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। গত ১৬ জুলাই এই সব প্রস্তাব ঘোষণা করে কেন্দ্র। তার মধ্যে টেলি-যোগাযোগে বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা ১০০% (ছিল ৭৪%) করার কথা যেমন রয়েছে, তেমনই আছে বিমায় বিদেশি সংস্থার পা রাখার পথ সুগম করার প্রস্তুতি। এমনকী প্রতিরক্ষা ক্ষেত্রেও অত্যাধুনিক প্রযুক্তি আনার সুযোগ থাকলে ওই সীমা শিথিল করবে কেন্দ্র।
‘নিয়ন্ত্রণ’-এর সংজ্ঞা। জেট-এতিহাদ বিতর্কে বিদেশি নিয়ন্ত্রণের সংজ্ঞা ঢেলে সাজল কেন্দ্র। সিংহভাগ ডিরেক্টর নিয়োগের অধিকার, বা পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকলে তবেই সংশ্লিষ্ট বিদেশি সংস্থাকে নিয়ন্ত্রক বলে গণ্য করা হবে।
|
পুরনো খবর: খুচরো ব্যবসাতেও এ বার সম্ভাবনা বিদেশি লগ্নির |
|
|
|
|
|