কুড়ি বছরের পুরনো অ্যাসেজের সেই ‘বল অব দ্য সেঞ্চুরি’ বিধ্বস্ত অস্ট্রেলিয়া ড্রেসিংরুমে ফিরিয়ে আনল শেন ওয়ার্ন-স্মৃতি। যার থেকে টোটকা নিয়ে অ্যাসেজ সিরিজ বাঁচার লড়াইয়ে নামছে মাইকেল ক্লার্কের দল।
সিরিজে ০-২ পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া বৃহস্পতিবার থেকে যে মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে, সেই ওল্ড ট্র্যাফোর্ডেই মাইক গ্যাটিংকে চরম বোকা বানিয়েছিলেন প্রথম অ্যাসেজ টেস্ট খেলতে নামা ওয়ার্ন। সেই শতাব্দী-সেরা ডেলিভারির জন্যই এ বার ক্লার্কদের কোচ, ওয়ার্নের এক সময়কার সতীর্থ ড্যারেল লেম্যান কিংবদন্তি স্পিনারের দ্বারস্থ হয়েছেন, তাঁর দলের স্পিনারদের সমৃদ্ধ করার অনুরোধ নিয়ে। |
টিভি ধারাভাষ্য দিতে ওয়ার্ন এখন ম্যাঞ্চেস্টারেই। তাই অ্যাশটন আগার, নাথান লিয়ঁদের ‘পেপ-টক’ দিতে দেরি হয়নি। কয়েক মাস আগেই ব্লগে গোটা অস্ট্রেলীয় ক্রিকেটের ভোল পাল্টে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ওয়ার্ন। ফলে ‘এটুকু’ কাজে তিনি তৎক্ষণাৎ নেমে পড়েন। বুধবারই হল ওয়ার্নের ক্লাস।
লর্ডসে শিকারহীন ছিলেন অস্ট্রেলীয় স্পিনার আগার। প্রথম দুই টেস্ট তো ড্রেসিংরুমে বসেই কাটিয়েছেন লিয়ঁ। প্রাক্তন কোচ মিকি আর্থারের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার গোপন বোঝাপড়ায় সব মিটিয়ে নেওয়ার দিনই ওল্ড ট্র্যাফোর্ডে স্পিন সহায়ক উইকেট পেয়ে যদি কিছুটা কাজে লাগতে পারেন তাঁরা, সে জন্যই ওয়ার্নকে ডাকা লেম্যানের।
|