টুকরো খবর |
ট্রেনে ছিনতাই, গ্রেফতার দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মঙ্গলবার গভীর রাতে খড়্গপুরে ট্রেন থেকে এক তরুণীর ব্যাগ ছিনতাই হয়েছিল। বুধবার সুভাষ সাউ নামে এক দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। তার বাড়ি মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার কবরডাঙায় । খুশবু ডিঙলা নামে ওই তরুণী কটক থেকে গরিবরথ ট্রেনে ওঠেন। কলকাতার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন তিনি। ভোর সাড়ে চারটে নাগাদ ট্রেন খড়্গপুর স্টেশনে ঢোকে। ট্রেন ছাড়ার সময়ে খুশবুর হাত থেকে ব্যাগ ছিনিয়ে লাফ দেয় দুষ্কৃতী। ব্যাগে একটি ল্যাপটপ, সোনার হার-লকেট ও নগদ ১১ হাজার টাকা ছিল। ওই তরুণী খড়্গপুর জিআরপিতে অভিযোগ জানান। চলন্ত ট্রেন থেকে একজনকে লাফাতে দেখেছিলেন স্থানীয় কুলি ও হকারেরা। কিন্তু সুভাষ মাঝেমধ্যে কুলির কাজ করত বলে কেউ সন্দেহ করেনি। সুভাষই চলন্ত ট্রেন থেকে নেমেছে জেনে পুলিশ তল্লাশি শুরু করে। গ্রেফতার হয় সুভাষ। তার কাছে ব্যাগটি মেলে। তাতে ল্যাপটপ, নগদ টাকা থাকলেও সোনার হার-লকেট পাওয়া যায়নি। বুধবার ধৃতকে এক দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে মেদিনীপুর আদালত।
|
খড়্গপুরে নয়া ডিআরএম
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরে নতুন ডিভিশনাল ম্যানেজার হলেন গৌতম বন্দ্যোপাধ্যায়। বুধবার বিদায়ী ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি। এক জন ডিআরএমের মেয়াদ সাধারণত দু’বছর। তবে রাজীববাবু প্রায় আড়াই বছর এই পদে ছিলেন। গৌতমবাবু ধানবাদে এডিআরএম পদ সামলেছেন। তারপর পূর্ব রেলের চিফ ইলেকট্রিক লোকো ইঞ্জিনিয়ার পদে ছিলেন। সেখান থেকেই তিনি খড়্গপুরে এলেন। |
গৌতম বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র |
বিদায়ী ও নবনিযুক্ত ডিআরএম এ দিন সাংবাদিক বৈঠক করেন। রাজীববাবু জানান, খড়্গপুর ডিভিশনে রেলের আয় ১৫ শতাংশ বেড়েছে। বিভিন্ন এলাকায় ডবল ও ট্রিপল লাইনের কাজও চলছে দ্রুত গতিতে। শীঘ্রই খড়্গপুর স্টেশনে দু’টি নতুন প্ল্যাটফর্ম ও দু’টি এক্সক্যালেটর চালু হবে বলে জানান তিনি। নতুন ডিআরএমের আশ্বাস, “যে কাজ চলছে তা দ্রুত গতিতে শেষ করা ছাড়াও যে সব কাজ বাকি আছে তা সম্পন্ন করার চেষ্টা করব।”
|
কথায়-ছবিতে হারিয়ে যাওয়া পোস্টকার্ড
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পোস্টকার্ড কী, ডাক ব্যবস্থাই বা কী, আগেকার দিনে কেমন ছিল ডাক ব্যবস্থা এ সব নিয়েই বই লিখেছেন অচিন্ত্য মারিক। নাম ‘পোস্টকার্ড: নির্বিকার মরুপথযাত্রী’। বুধবার বইটির আনুষ্ঠানিক প্রকাশ হল মেদিনীপুরে হেড পোস্ট অফিসের সামনে। বইটি প্রকাশ করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ হরিপদ মণ্ডল, চপল ভট্টাচার্য, সুধীন্দ্রনাথ বাগ, প্রসূন পড়িয়া, অমিতেশ চৌধুরী প্রমুখ। বর্তমান চিঠি লেখার চল কমেছে। মোবাইলে মেসেজ, ই-মেলেই খবর আদান-প্রদানের যুগ এটা। ফলে, কদর হারিয়েছে পোস্টকার্ড। সময় যে দিকে এগোচ্ছে তাতে টেলিগ্রামের মতো পোস্টকার্ডের মৃত্যুও হয়তো বেশি দূরে নয়। সেই আশঙ্কার কথা মাথায় রেখে পোস্টকার্ড সম্পর্কিত তথ্য এবং দুস্প্রাপ্য পোস্টকার্ডের চিত্র সংবলিত এই বইয়ের প্রকাশ। এ দিন অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করেন।
|
সহায়িকাদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বকেয়া বেতন, সংখ্যালঘুদের ঈদের আগে বোনাস-সহ বেশ কিছু দাবিতে বুধবার মহকুমাশাসককে (সদর) ডেপুটেশন দিল মেদিনীপুর শহর শিশু শিক্ষা সহায়িকা ফেডারেশন। নেতৃত্বে শবনম বানু, স্বপ্না প্রতিহার। সহায়িকাদের বক্তব্য, গত এপ্রিল থেকে বেতন না মেলায় তাঁরা সঙ্কটে পড়েছেন। ঈদের আগে সংখ্যালঘু সহায়িকারা কেন বোনাস পাবেন না, সেই প্রশ্নও তুলেছে ফেডারেশন। প্রতিটি শিশু শিক্ষা কেন্দ্রের শিশুদের সরকারি ব্যয়ে স্কুলের পোশাক দেওয়ার দাবিও জানানো হয়েছে।
|
এসপি সংক্রান্ত মামলায় কোর্টের নির্দেশ |
ভারতী ঘোষ সংক্রান্ত মামলায় গত ১৬ জুলাই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আবেদনকারী ভারতী ঘোষকেই অতিরিক্ত হলফনামার জবাব দিতে বলেছিলেন। রাজ্য সরকারকে নয়। গত ১৭ জুলাই আনন্দবাজার পত্রিকার আটের পাতায় ওই সংক্রান্ত প্রতিবেদনে ভুল করে রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার কথা লেখা হয়েছিল। এর জন্য আমরা দুঃখিত। ওই প্রতিবেদনে ঝাড়গ্রামের পুলিশ সুপার ভারতী ঘোষের মোবাইল নম্বরগুলি ছাপার জন্যও আমরা দুঃখিত। তাঁর ছবি ও মোবাইল নম্বরগুলি সংবাদপত্রে বেরোনোর ফলে তাঁর নিরাপত্তার সমস্যা তৈরি হয়েছে বলে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের আদালতে ভারতীদেবী অভিযোগ করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি বন্দ্যোপাধ্যায় এবিপি প্রাইভেট লিমিটেডকে ভুল সংবাদ পরিবেশনের জন্য এবং ওই মোবাইল নম্বর প্রকাশ করার জন্য দুঃখ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। বিচারপতি বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এবিপি প্রাইভেট লিমিটেড দুঃখ প্রকাশ করলে এই সংক্রান্ত সংবাদ প্রকাশের ব্যাপারে হাইকোর্ট ১৯ জুলাই যে-স্থগিতাদেশ দিয়েছিল, তা আর কার্যকর থাকবে না।
পুরনো খবর: সাধারণের স্বার্থেই হওয়া উচিত তদন্ত, মত কোর্টের
|
স্মারকলিপি |
সব শিক্ষককে অবিলম্বে প্রশিক্ষিত করা-সহ ২০ দফা দাবিতে বুধবার জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। নেতৃত্বে জয়ন্তপ্রকাশ ভৌমিক, আশিসকুমার মাজি। স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনারও দাবি করে সমিতি। |
|