আজ সর্বদল বৈঠক
সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে প্রস্তুত তৃণমূল
লোকসভার আসন্ন বাদল অধিবেশনেও কেন্দ্রীয় সরকার তথা কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়াতে প্রস্তুত হচ্ছে তৃণমূল। আগামী ৫ অগস্ট থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেই তেলেঙ্গনা পৃথক রাজ্য করা থেকে শুরু করে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিল, খাদ্য সুরক্ষা বিল, পেনশন বিল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু এই বিষয়গুলি নিয়ে তাঁদের কেন্দ্র ও কংগ্রেস-বিরোধী ভূমিকা কী হবে তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলীয় সাংসদদের জানিয়েছেন। বাদল অধিবেশনের আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কমলনাথ সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে তাঁদের অবস্থান জানিয়ে দেওয়ার জন্য লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন মমতা।
শিল্প সম্মেলনে যোগ দেওয়ার জন্য বুধবারই মুম্বই গিয়েছেন মমতা। মুম্বই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরেই সুদীপবাবুর সঙ্গে আজকের সর্বদলীয় বৈঠক নিয়ে আলোচনা করেন তৃণমূল নেত্রী। পরে সুদীপবাবু বলেন, “পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবি অনেক দিনের। কিন্তু আসন্ন লোকসভা ভোটের মুখে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে পৃথক তেলেঙ্গানার বিষয় আনা হয়েছে বলেই আমরা মনে করি।” বিষয়টি নিয়ে এ দিন সুদীপবাবুকে মমতা জানিয়েছেন, তেলেঙ্গানা নিয়ে অন্ধ্রপ্রদেশে যেমন সমস্যা আছে, তেমনই অসম, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যেও সমস্যা আছে। কেন্দ্র বা কংগ্রেস যে পদক্ষেপ করছে তার প্রতিবাদে তাঁরা সরব হবেন বলে এদিন জানিয়েছেন সুদীপবাবু। পাশাপাশি কৃষকের কাছ থেকে জোর করে জমি না নেওয়ার নীতিতেও অনড় তৃণমূল। জমির মালিকের কাছ থেকেই সরাসরি জমি কেনার দাবিতে তাঁরা সংসদে সরব তো হবেনই, এমনকী আজকের বৈঠকেও তা জানাবেন বলেছেন সুদীপবাবু। সেইসঙ্গে পেনশন বিল নিয়ে তাঁদের আপত্তির কথা তুলবেন বৈঠকে। আর খাদ্য বিল নিয়ে নেত্রী নির্দেশ দিয়েছেন, সংসদের অধিবেশনেই দলের অবস্থান ব্যাখ্যা করবেন তৃণমূল সাংসদরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.