ধর্ষিতার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা |
একটি ফেসবুক প্রোফাইলে ‘পোস্ট’ করা হয়েছে পার্ক স্ট্রিট কাণ্ডের অভিযোগকারিণীর ছবির কোলাজ, সঙ্গে নানা কটূক্তি। দিন দশেক আগে ওই মহিলার অভিযোগ পেয়ে নড়ে বসে লালবাজার। এক অফিসার জানান, ওই মহিলার ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে কোলাজ করা হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। অভিযোগকারিণীর বক্তব্য, দিন কয়েক আগে এক পরিচিতের মাধ্যমে বিষয়টি জেনে তিনি কোলাজগুলি দেখেন। গোয়েন্দা সূত্রের খবর, যে প্রোফাইলে ওই ছবি ও মন্তব্য ‘পোস্ট’ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রোফাইলটি ভুয়ো কি না, দেখছেন গোয়েন্দারা।
|
বেলগাছিয়া রোডের এক কিশোরীকে ছুরি মারার অভিযোগে গ্রেফতার হল ওই এলাকারই এক যুবক। ধৃতের নাম শাহিদ ওরফে রাজা। পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি আর জি কর হাসপাতালের কাছে একটি বস্তিতে। শাহিদ তার বাড়ির কাছেই থাকে। অভিযোগ, কয়েক মাস ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করত শাহিদ। মাঝে মধ্যে হুমকিও দিত। অভিযোগ, মঙ্গলবার রাতে মেয়েটির হাতে ছুরি মেরে পালায় সে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে আর জি কর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
পুরনো খবর: যুবকের ছুরিতে রক্তাক্ত কিশোরী
|
মাঠপুকুর-কাণ্ডে খুনের মামলায় চার্জ গঠন হবে ১৯ অগস্ট। বুধবার আলিপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মীর রশিদ আলি ওই রায় দেন। এ দিন মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাও-সহ সব অভিযুক্তেরা আদালতে ছিলেন।
পুরনো খবর: ধাপায় খুন তৃণমূল নেতাই, পুরপিতাকে ধরার নির্দেশ
|
চাকরির টোপে প্রতারণা, ধৃত ৩ |
অফিস খুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বাগুইআটির জোড়ামন্দিরে ও সাতগাছিতে দু’টি অফিস খুলে প্রতারণা চলছিল। বুধবার জোড়ামন্দিরের অফিসে ধরা পড়েন মূল অভিযুক্ত অনুপ বসু। তাঁকে জেরা করে তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়। সকলেরই বাড়ি দমদম এলাকায়। পুলিশি সূত্রের খবর, দু’টি ‘প্লেসমেন্ট এজেন্সি’ খুলেছিলেন অনুপ। শুরুর দিকে কয়েক জনকে চাকরি দেওয়াও হয়। তার পরেই শুরু হয় প্রতারণা। বাগুইআটি থানায় ওই তিন যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। এ দিন নাগেরবাজারের এক বাসিন্দা পুলিশকে জানান, রেলে চাকরির আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১ লক্ষ টাকা নেন অনুপ। কিন্তু চাকরি হয়নি। |