রোওলিংকে ক্ষতিপূরণ
সংবাদসংস্থা • লন্ডন |
ছদ্মনামের আড়ালে থেকে নতুন উপন্যাস লিখেছিলেন জে কে রোওলিং। তবে লেখকের আসল পরিচয় চাপা থাকেনি। যে সংস্থাটি এই তথ্য ফাঁস করেছিল, তারা বুধবার ঘোষণা করল উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে রোওলিংকে। পরিচয় জানাজানির পর রোওলিং কোর্টে যান।র্কোটও রায় দেয় রোওলিঙের বিশ্বাসভঙ্গ করা হয়েছে। তার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। রোওলিং অবশ্য জানিয়েছেন, ক্ষতিপূরণের গোটাটাই দান করবেন। তবে জানা যায়নি মোট অর্থের পরিমাণ।
পুরনো খবর: ছদ্মনামের রহস্যজালে রোওলিং এখন রবার্ট
|
দেখানো যাবে ‘হাফ সিরিয়াস’ |
‘হাফ সিরিয়াস’ ছবিটি প্রদর্শনের বাধা উঠল। এই ছবি দেখানোর উপরে যে নিষেধাজ্ঞা ছিল, বুধবার তা স্থগিত করে দিল শিয়ালদহের অতিরিক্ত জেলা জজের আদালত। ‘দ্যাখ কেমন লাগে’ নামে একটি নির্মীয়মান ছবির প্রযোজকরা শিয়ালদহ আদালতে অভিযোগ করেছিলেন, ‘হাফ সিরিয়াস’ ছবিটি তাঁদের গল্প থেকে টোকা। তার ভিত্তিতে গত সপ্তাহে শিয়ালদহ আদালত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই ছবির মুক্তি তথা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল। ‘হাফ সিরিয়াস’-এর প্রযোজক সংস্থার আইনজীবী কৌশিক চট্টোপাধ্যায় বলেন, ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-এ তাঁদের গল্পটি নথিভুক্ত করানো হয়। কৌশিকবাবু বলেন, “দু’টি ছবির গল্পের সারসংক্ষেপ পড়লেই বোঝা যায়, বিস্তর অমিল রয়েছে।” ‘দ্যাখ কেমন লাগে’ ছবিটির প্রযোজকদের আইনজীবী বিকাশ গোস্বামী জানিয়েছেন, তাঁরা কলকাতা হাইকোর্টে আপিল করবেন। এর মধ্যে ওই ছবি প্রদর্শন নিয়ে যে বিতর্ক দানা বেধেছে তাতে অনেকেই বিভ্রান্ত হয়েছেন বলে মনে করেন ‘হাফ সিরিয়াস’ ছবির প্রযোজক সুদীপ হাজরা। তিনি বলেন, “অন লাইন বুকিং-এ সমস্যা হয়েছে। কিছু প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছিল।”
পুরনো খবর: টোকার দায়ে বন্ধের নির্দেশ, তবু হল-এ হাফ সিরিয়াস
|
শহরে ফারহান-উৎসব! ফিল্ম নয়, এ বার নিজের ব্যান্ড ‘রক অন’-কে নিয়ে আসছেন ফারহান ‘মিলখা’ আখতার। কলকাতায় বসে ‘সেনোরিটা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘রক অন’, ‘লন্ড্রি’-র মতো সুপারহিট সব গানের সুর-তালে মেতে ওঠার ‘লাইভ’ সুযোগ এই প্রথম। একাধারে গান, পরিচালনা, অভিনয়ের মতো প্রতিভাসম্পন্ন ফারহান ইতিমধ্যেই বলিউডের নতুন কিশোর কুমার হিসেবে খ্যাত। তাই তাঁকে নিয়ে কলকাতার উত্তেজনা স্বভাবতই কিছু বেশি। আর সেই ভাল লাগা আরও উস্কে দিতেই এ বার ‘রক অন’-এর লাইভ শো। সৌজন্য ৯১.৯ ফ্রেন্ডস্ এফ এম। ঐতিহাসিক এই রকবাজির সাক্ষী থাকতে আগামী ৪ অগস্ট সন্ধ্যায় পৌঁছে যাওয়া যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং।
|
|
একটি বই প্রকাশ অনুষ্ঠানে মনমোহনের সঙ্গে চিদম্বরম। বুধবার নয়াদিল্লিতে । ছবি: পিটিআই |
|
|