টুকরো খবর
পাট্টা চেয়ে আন্দোলন
শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাসিন্দাদের এক মাসের মধ্যে পাট্টা দেওয়ার প্রক্রিয়া শুরু না হলে লাগাতার আন্দোলনে নামার হুমকি দিল কংগ্রেস। মঙ্গলবার ওই দাবিতে মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেয় তারা। তার আগে মহকুমাশাসকের দফতরের সামনে তারা বিক্ষোভও দেখান। মহকুমাশাসক না থাকায় ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষকে স্মারকলিপি দেন। কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বলেন, “দীর্ঘ দিন বামেরা ক্ষমতায় থাকলেও ওই বাসিন্দাদের জমির মালিকানা দিতে উদ্যোগী হয়নি। বাসিন্দাদের দাবি নিয়ে আমরা এসেছি। প্রয়োজনে আমরণ অনশন করব।” বামেরা তাদের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ। পুরসভার বিরোধী দলনেতা নুরুল ইসলাম বলেন, “শঙ্করবাবু না-জেনে কথা বলছেন। এলাকায় সব মিলিয়ে এক হাজার বাসিন্দাকে পাট্টা দেওয়া হয়েছে।” অন্য দিকে এ দিনই ফাঁসিদেওয়া ব্লক কৃষি দফতরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেন ব্লক কংগ্রেসের সদস্যরা। অভিযোগ, ধানের বীজ, সার বিতরণের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ সরকার জানান, কৃষকদের অনুদানের টাকা তাঁরা সঠিক ভাবে পাচ্ছে না। অনেক ক্ষেত্রে একই পরিবারের লোকেরা টাকা পেয়ে গেলেও প্রকৃত কৃষকেরা তা পাচ্ছেন না। তাদের দাবি, ৬ লক্ষ ৯২ হাজার টাকা অনুদান এলেও তা সঠিক ভাবে বিতরণ করা হয়নি। বিকাশবাবু বলেন, “দফতরের দু’জন কর্মী এ সবে জড়িত। তাদের নামে পুলিশে অভিযোগ করাও হয়েছে।

তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ
তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-২ এর শান্তিনগর এলাকায়। এলাকারই এক যুবক সঞ্জীব রায় এবং অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে ভক্তিনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের স্থানীয় নেতা স্বরূপ দত্ত দাবি করেন, “পাঙ্গানিপাড়া গ্রাম সংসদে জয়ী হন সিপিএমের শ্যামল দাস। তাঁর জয়ের উৎসব পালনের জন্য সঞ্জীব ও তাঁর কয়েকজন সঙ্গী আমাদের কাছে ২০ হাজার টাকা দাবি করে। সে সময় তাদের দলীয় কার্যালয়ে আমরা কয়েকজন উপস্থিত ছিলাম। স্বরূপবাবুরা টাকা দিতে অস্বীকার করলে তাঁদের উপর সঞ্জীবের নেতৃত্বে চড়াও হন দুষ্কৃতীরা। ভাঙচুর করে চেয়ার, টেবিল। মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দেয়। এদিকে পুরো বিষয়টির কিছুই জানেন না বলে জানান সিপিএমের বিজয়ী প্রার্থী শামলবাবু। তিনি বলেন, “আমি বিষয়টি জানি না। সঞ্জীবতো নিজেই তৃণমূল করত বলে জানি। ওরা জমি জায়গা নিয়ে সমস্যার কারণে মারামারি করে থাকতে পারে।” এদিকে জমি জায়গা নিয়ে বচসার বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় নেতা নিরঞ্জন সরকার। ঘটনার পর সোমবার সারাদিন পুলিশি প্রহরার বন্দোবস্ত করে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে ভক্তিনগর থানার পক্ষ থেকে।

বাম-শক্তি বৃদ্ধি আলিপুরদুয়ারে
আলিপুরদুয়ার ২ পঞ্চায়েত সমিতিতে শক্তি বৃদ্ধি করে ফের ক্ষমতা দখলে রাখল বামফ্রন্ট। ৩২টি আসনের মধ্যে বামফ্রন্ট পেল ১৯টি আসন। এর মধ্যে সিপিএম ১৪ আরএসপি ৫টি আসন পেয়েছে। গত নির্বাচনে ২৯টি আসনের মধ্যে সিপিএম ১৩টি ও আরএসপি তিনটি আসন পেয়েছিল। এই বার কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছে। গতবার ৬টি আসন পায় কংগ্রেস। এবার পেয়েছে ১০টি আসন। তৃণমূল কংগ্রেস গত বার পাঁচটি আসন দখলে রাখলেও এ বার তারা পেয়েছে মাত্র দুটি আসন। ঝাড়খন্ড মুক্তি মোর্চা পেয়েছে একটি আসন। গত বার বিজেপি একটি আসন পেলেও এবার খালি হাতে ফিরতে হল। এর পাশাপাশি, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতিতে ফের ক্ষমতা দখলে রাখল বামফ্রন্ট। ৩২ আসনের মধ্যে বামফ্রন্ট পেল ১৭টি আসন। এর মধ্যে সিপিএম ১১টি এবং আরএসপি ৬ পেয়েছে। এ ছাড়া তৃণমূল কংগ্রেস ৮ ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা একটি আসন পেয়েছে। গত নির্বাচনে সিপিএম ৮ ও আরএসপি ১০টি আসন পেয়েছিল। গত বার কংগ্রেস, তৃণমূল ও বিজেপির সমর্থন নিয়ে আরএসপি বোর্ড গড়ে। তৃণমূল সমর্থন তুললে সিপিএমের সমর্থনে বোর্ড ধরে রাখে আরএসপি। কংগ্রেস ৪, বিজেপি ১টি আসন পেলেও এ বার খালি হাতে ফিরতে হল।

হুমকি
বেলগাছি হাই স্কুল এবং প্রাথমিক স্কুল জিটিএ-র আওতায় নেওয়ার বিরুদ্ধে বিধায়ক এবং মন্ত্রীর দ্বারস্থ হল আদিবাসী বিকাশ পরিষদ। রাজ্য কে ভুল বুঝিয়ে ওই কাজ করা হচ্ছে বলে তারা অভিযোগ তুলেছেন। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এ কথা জানান পরিষদে তরাই শাখার সাধারণ সম্পাদক রাজেশ টপ্পো। তিনি বলেন, “শ্যামল সেন কমিশনের রিপোর্টে জিটিএ’র অধীনে ছোট চেঙ্গা মৌজার নাম নেই। ভুল বুঝিয়ে স্কুল দু’টি জিটিএর অধীনে নেওয়া হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.