ফলে খুশি সিপিএম কৃতিত্ব দিল শান্তিপূর্ণ নির্বাচনকে
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের ফলের নিরিখে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমায় ভাল ফল করল সিপিএম। নির্বাচনে এই মহকুমায় কংগ্রেসের অস্তিত্বও প্রায় বিপন্ন।
মহকুমায় ৯টি ব্লক। ডায়মন্ড হারবার ১ ব্লকে গ্রাম পঞ্চায়েত রয়েছে ৮টি। পঞ্চায়েত সমিতিতে রয়েছে ২২টি আসন ও জেলা পরিষদে রয়েছে ৩টি আসন। এই নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের ৮টি আসনে ৪টি দখল করেছে সিপিএম। আগে ১টি আসন তাদের দখলে ছিল। অন্য দিকে, ৪টি আসনে দখল রেখেছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির ২২টি আসনের মধ্যে ১০টি দখল করেছে সিপিএম, তৃণমূলের রয়েছে ১২টি আসন। গত নির্বাচনে ৮টি আসন পেয়েছিল সিপিএম। জেলা পরিষদের ২টি আসনে দু’দলই একটি করে আসন পেয়েছে।
ডায়মন্ড হারবার ২ ব্লকের ৮টি পঞ্চায়েতের মধ্যে সিপিএম পেয়েছে ৪টি, তৃণমূল ২টি। ওই ব্লকের পঞ্চায়েত সমিতি এ বার তৃণমূলের হাতছাড়া হয়েছে। ২৪টি আসনে তৃণমূল পেয়েছে ৯টি ও সিপিএম ১৫টি। গত নির্বাচনে পঞ্চায়েত সমিতির মাত্র মাত্র ২টি আসন সিপিএমের ছিল। এ বার জেলা পরিষদের দু’টি আসনের প্রতিটিই দখল করল সিপিএম।
দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল এবং সিপিএমের জয়োল্লাস। — নিজস্ব চিত্র।
ফলতা ব্লকের পঞ্চায়েতের আসন রয়েছে ১৩টি। তৃণমূল পেয়েছে ৭টি ও সিপিএম পেয়েছে ৪টি। দু’টি জায়গায় ফল হয়েছে ত্রিশঙ্কু। ওই পঞ্চায়েতগুলির মধ্যে বেলসিং ২ পঞ্চায়েত কংগ্রেসের দখলে থাকলেও এ বারে সেটি দখল করেছে তৃণমূল। ওই ব্লকের পঞ্চায়েত সমিতির আসন রয়েছে ৩৭টি। গত নির্বাচনে সিপিএম ৪টি আসন পেয়েছিল। এবার তা বেড়ে হয়েছে ১৬টি। তৃণমূল পেয়েছে ২১টি আসন। জেলা পরিষদে তিনটির মধ্যে সিপিএম ১টি ও তৃণমূল ২টি আসন পেয়েছে।
কুলপি ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতের ১টি গত নির্বাচনে সিপিএমের দখলে ছিল। এ বার সিপিএম সেখানে ৬টি আসন পেয়েছে। ৬টি পেয়েছে তৃণমূল ও অন্য দু’টি আসন আপাতত ত্রিশঙ্কু হয়ে রয়েছে। পঞ্চায়েত সমিতির ৪১টি আসনের মধ্যে সিপিএমের যেখানে আগে ৫টি দখলে ছিল, এ বার তা বেড়ে হল ১৪টি। কংগ্রেস ৩টি ও তৃণমূল ২৪টি আসন পেয়েছে। জেলা পরিষদের তিনটি আসনে একটি পেয়েছে সিপিএম। বাকি দু’টি তৃণমূলের।
মগরাহাট ১ ব্লকের ১১টি পঞ্চায়েতের সবক’টি তৃণমূলের দখলে ছিল। সেখানে এ বার ২টি আসন পেয়েছে সিপিএম। তৃণমূল পেয়েছে ৯টি। পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনের ৫টি সিপিএমের দখলে থাকলেও এ বার তা বেড়ে হয়েছে ৯টি। তৃণমূল পেয়েছে ২৪টি আসন। জেলা পরিষদের তিনটি আসনই পেয়েছে তৃণমূল।
মগরাহাট ২ ব্লকের পঞ্চায়েত রয়েছে ১৪টি। গত নির্বাচনে ১টি পেয়েছিল সিপিএম। সেখানে এ বার তারা পেয়েছে ৫টি পঞ্চায়েত, তৃণমূল ৬টি, ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে ২টি পঞ্চায়েত। একটি পঞ্চায়েতে টাই হয়েছে। পঞ্চায়েত সমিতির ৪১টি আসনের ২৭টি দখল করেছে তৃণমূল, ১৩টি আসন দখল করেছে সিপিএম, কংগ্রেস পেয়েছে ১টি আসন। গত নির্বাচনে সিপিএমের দখলে ছিল ১০টি আসন। ১১ আসনে জিতেছিল কংগ্রেস। জেলা পরিষদেও তিনটি আসনের ২টি পেয়েছে তৃণমূল ও ১টি পেয়েছে সিপিএম। জেলা পরিষদ কার্যত কংগ্রেসের হাতছাড়া হয়ে গিয়েছে।
মন্দিরবাজার ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিই আগে তৃণমূলের দখলে ছিল। এই নির্বাচনে সিপিএম পেয়েছে ২টি পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতির ৩০টি আসনে এ বার ১২টিই দখল করেছে সিপিএম। তৃণমূল পেয়েছে ১৮টি আসন। জেলা পরিষদের তিনটি আসনের মধ্যে ১টি দখল করেছে সিপিএম।
মথুরাপুর ১ ব্লকের ১০টি গ্রামপঞ্চায়েতে তৃণমূল পেয়েছে ৩টি, সিপিএম ২টি, ত্রিশঙ্কু হয়েছে ৪টি পঞ্চায়েত। টাই হয়েছে ১টিতে। পঞ্চায়েত সমিতির ৩০টি আসনে সিপিএম যেখানে গত নির্বাচনে পেয়েছিল ৩টি আসন, এ বার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪টি। তৃণমূলও ১৪টি আসন পেয়েছে। ২টি আসন পেয়েছে কংগ্রেস।
মথুরাপুর ২ ব্লকে সিপিএমের ফল হয়েছে সব থেকে ভাল। ১১টি গ্রাম পঞ্চায়েতের ৯টিই দখল করেছে সিপিএম। গত নির্বাচনে তারা মোটে ১টি পঞ্চায়েত পেয়েছিল। বাকি ২টি পঞ্চায়েত পেয়েছে তৃণমূল। এ বার এসইউসিআইয়ের দখলে থাকা ২টি পঞ্চায়েতও দখল করেছে সিপিএম। গত নির্বাচনে জেলা পরিষদের তিনটি আসনের একটিও পায়নি সিপিএম। এই নির্বাচনে তারা সব ক’টি আসনই দখল করেছে।
তৃণমূলের একাংশের দাবি, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বই এই মহকুমায় সিপিএমকে অনেকটা সুবিধা পাইয়ে দিয়েছে। তবে কিছুটা হলেও যে নির্বাচনে পরাজয় হয়েছে, তা মানতে চাননি তৃণমূলের জেলা সভাপতি চৌধুরীমোহন জাটুয়া। তাঁর দাবি, “সার্বিক ভাবে আমরা ভাল ফল করেছি। কয়েকটি ব্লকে কেন ফল খারাপ হয়েছে, তা খতিয়ে দেখা হবে।”
সিপিএমের প্রাক্তন মন্ত্রী তথা রায়দিঘির প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, “জোট করেছিল বলেই ভাল ফল করেছিল তৃণমূল। এ ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হওয়াতেই ভাল ফল করেছি আমরা।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.