|
|
|
|
টুকরো খবর |
জলমগ্ন ঘাটাল-সহ বিস্তীর্ণ এলাকা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ঘাটাল মহকুমা-সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। প্রশাসন সূত্রে খবর, ঘাটাল পুরসভার ১২টি ওয়ার্ড-সহ চন্দ্রকোনা ১ ও ২ এবং দাসপুরের কাঁটাদরজা, রাইকুণ্ডু, দানিকোলা, হোসেনপুর, কদমকুণ্ডু, বেলাবেড়িয়া, সামাট-সহ প্রায় ২০-২৫ গ্রামে শিলাবতীর জল ঢুকেছে। ঘাটাল-চন্দ্রকোনা, ঘাটাল-মেদিনীপুর সড়কের উপর প্রায় এক কোমর জল দাঁড়িয়ে গিয়েছে। মঙ্গলবার ঘাটাল-চন্দ্রকোনা সড়কের ক্ষীরপাই সংলগ্ন মনসাতলায় চালবোঝাই একটি লরি জলের তোড়ে ভেসে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লরিটির কোনও সন্ধান মেলেনি। প্রায় শ’তিনেক মাটির বাড়ি ভেঙে গিয়েছে। জলমগ্ন হয়েছে গোপীবল্লভপুর, সাঁকরাইল, নয়াগ্রামের নদী তীরবর্তী ১১টি গ্রাম।
|
বধূ খুনে স্বামীর যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বধূকে খুনের দায়ে স্বামী-সহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বিচারক। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতের বিচারক (ফাস্ট ট্র্যাক) চিন্ময় চট্টোপাধ্যায় কোলাঘাট থানার ভিতর আগাড় গ্রামের বাসিন্দা টোটোন মহাপাত্র-সহ ৯ জনকে এই সাজা শোনান। সরকার পক্ষের আইনজীবী দেবাশিস ভট্টাচার্য জানান , ২০০৮ সালের প্রথম দিকে তমলুক থানার মহিষদা গ্রামের বাসিন্দা লক্ষ্মণ সামন্তের মেয়ে রিঙ্কুর সঙ্গে বিয়ে হয়েছিল টোটনের। পণের দাবিতে টোটন রিঙ্কুর উপর অত্যাচার করতেন বলে অভিযোগ। রিঙ্কু বাপের বাড়ি চলে গিয়েছিলেন। ২০০৯ সালের ২ অগস্ট এক সালিশি সভায় মিটমাট করে শ্বশুরবাড়িতে ফিরে যান। পরদিন ভোরে শ্বশুরবাড়িতে তাঁর দেহ উদ্ধার হয়। |
|
|
|
|
|