বিশ্বকাপ ইতিহাসে যে ম্যাচ ভারত কখনও হারেনি, সেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ২০১৫-র বিশ্বকাপ শুরু করবে চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টের দ্বিতীয় দিন, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই ম্যাচ ডনের শহর অ্যাডিলেডে।
ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড ও বাছাই পর্ব থেকে উঠে আসা কোনও দল। বিশেষজ্ঞরা এই গ্রুপটিকেই অপেক্ষাকৃত সহজ বলছেন। কারণ, অপর গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও বাছাই পর্ব থেকে ওঠা দু’টি দল। এটা গ্রুপ ‘এ’। ভারত ‘বি’ গ্রুপে। ২০১২-র ৩১ ডিসেম্বর একদিনের ক্রিকেটে আইসিসি-র র্যাঙ্কিংয়ে দেশগুলোর অবস্থান অনুযায়ী গ্রুপ দু’টি তৈরি হয়েছে। |
২০১৫ বিশ্বকাপ সূচির উদ্বোধনে তারকাদের ভিড়: কপিল দেব, সনৎ জয়সূর্য,
ইয়ান চ্যাপেল এবং ডেনিস লিলি। মেলবোর্নে মঙ্গলবার। ছবি: গেটি ইমেজেস |
২৩ বছর পর বিশ্বকাপ ফিরছে অস্ট্রেলিয়ায়। এ বারও তাদের সঙ্গে বিশ্বকাপ আয়োজনে হাত মিলিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ায় হবে ২৬টি ম্যাচ, নিউজিল্যান্ডে ২৩টি। দু’দেশের ১৪টি মাঠে হবে ম্যাচগুলি। প্রতি গ্রুপের প্রথম চার দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ২৯ মার্চ ফাইনাল মেলবোর্নে। তবে আগামী বিশ্বকাপে গড়াপেটার খলনায়কদের রুখতে বেনজির নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন আইসিসি-র চিফ এগজিকিউটিভ ডেভ রিচার্ডসন। ভারতে সাম্প্রতিক স্পট ফিক্সিং কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে এখন থেকেই এই ব্যাপারে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। এ জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পুলিশকেও কাজে লাগানো হবে বলে জানান রিচার্ডসন। আইসিসি-র দূর্নীতি দমন বিভাগের অফিসাররা যাতে বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগ দিয়ে আরও তৎপর হয়ে কাজ করতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার মেলবোর্ন ও ওয়েলিংটনে একই সঙ্গে পরবর্তী বিশ্বকাপের গ্রুপ ও সূচি ঘোষণা করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে আইসিসি-কে পাঠানো বার্তায় বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, “মনে হচ্ছে এই সে দিন বিশ্বকাপ জিতেছি আমরা। পরের বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা প্রচুর আত্মবিশ্বাস অর্জন করেছি। আশা করি, এই অভিজ্ঞতা পরের বিশ্বকাপের প্রস্তুতিতে যথেষ্ট কাজে লাগবে। বিশ্বকাপ নিজেদের কাছে রেখে দেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে আমাদের।”
|
২০১৫ বিশ্বকাপে ভারতের ম্যাচ |
ভারত বনাম পাকিস্তান
১৫ ফেব্রুয়ারি, অ্যাডিলেড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
২২ ফেব্রুয়ারি, মেলবোর্ন
ভারত বনাম কোয়ালিফায়ার ৪
২৮ ফেব্রুয়ারি, পারথ |
|
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
৬ মার্চ, পারথ
ভারত বনাম আয়ারল্যান্ড
১০ মার্চ, হ্যামিল্টন
ভারত বনাম জিম্বাবোয়ে
১৪ মার্চ, অকল্যান্ড |
গ্রুপ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ড, কোয়ালিফায়ার ২, কোয়ালিফায়ার ৩।
গ্রুপ বি দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান,
জিম্বাবোয়ে, আয়ার্ল্যান্ড (কোয়ালিফয়ার ১) ও কোয়ালিফায়ার ৪। |
|
|