|
|
|
|
কাছাড়ের স্কুলে পরীক্ষা থামিয়ে মন্ত্রীর অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
মন্ত্রী আসছেন স্কুলের অনুষ্ঠানে, তাই পরীক্ষা মাঝপথে থামিয়ে পড়ুয়াদের হাজির করানো হল সেখানে। আজ এমনই ঘটনা ঘটেছে কাছাড় জেলার উধারবন্দের একটি শিক্ষা প্রতিষ্ঠানে।
স্কুল সূত্রের খবর, সেখানে এখন ষষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষা চলছে। আজও দুই দফায় পরীক্ষা নেওয়া হচ্ছিল। বেলা সাড়ে ১২টায় দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হওয়ার পরপরই প্রধান শিক্ষিকা সবিতা সিংহের কাছে খবর পৌঁছয়, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অজিত সিংহ সেখানে যাচ্ছেন। সরকারি প্রকল্পে দারিদ্রসীমার নীচে বসবাসকারী ছাত্রীদের সাইকেল বিতরণ করবেন তিনি।
এরপরই, ক্লাসঘর থেকে ছাত্রীদের নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানের জায়গায়। উত্তরপত্রগুলি পড়ে থাকে ক্লাসের টেবিলেই। প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে। ১০ জন ছাত্রীকে সাইকেল দেন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নির্দেশে অসমে দুস্থ ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে।”
মন্ত্রী চলে যাওয়ার পর ফের পরীক্ষা শুরু হয়। এ নিয়ে অবশ্য পড়ুয়ারা কোনও অভিযোগ করেনি। তাদের আক্ষেপ, শুধু ১০ জনকে কেন সাইকেল দেওয়া হল।
পরীক্ষা বন্ধ করে মন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রীদের হাজির করানোয় দোষের নয় বলে মনে করছেন প্রধান শিক্ষিকাও। তিনি জানান, এ জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। উধারবন্দের কংগ্রেস নেত্রী মধুমিতা পালের সাফাই, ‘‘আমরা পরীক্ষা বন্ধ করতে বলিনি। শুধু মন্ত্রীর হাত দিয়ে সাইকেলগুলি ছাত্রীদের দিতে চেয়েছিলাম।’’
এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিজেপি জেলা কমিটি। |
|
|
|
|
|