|
|
|
|
নাগা জঙ্গিদের সংঘর্ষবিরতির অনুরোধ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
যুযুধান নাগা জঙ্গি গোষ্ঠীগুলিকে অবিলম্বে সংঘর্ষ থামাতে অনুরোধ করল সংঘর্ষবিরতি নজরদারি দল (সিএফএমজি)।
সিএফএমজি-র চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নাগাল্যান্ডের চুমুকেডিমায় এনএসসিএন খুলে-কিতোভি গোষ্ঠীর সঙ্গে বৈঠক বসলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এন কে সিংহ। বৈঠকে হাজির ছিলেন এনএসসিএন খুলে-কিতোভি গোষ্ঠীর নেতা সি সিংসন, জ্যাক জিমোমি, কার্লোস জিমোমি। ছিলেন আসাম রাইফেল্স-এর আইজি এম নারাভানে, সিআরপিএফ-এর ডিআইজি (কোহিমা) এ তানেজা।
সিংহ বলেন, “নাগাল্যান্ডে শান্তি বজায় রাখার স্বার্থে এবং সংঘর্ষবিরতি চুক্তির নিয়ম মেনে চলতে হলে লড়াই বন্ধ করতে হবে।” খুলে-কিতোভি বাহিনীর আহ্বায়ক সি সিংসনকে বলা হয়, গোষ্ঠীর সদস্যরা যেন সরকার স্বীকৃত শিবিরের চৌহদ্দি ছেড়ে বাইরে না-যান। কারণ, তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। এ নিয়েও ক্ষোভ জানান সিএফএমজি চেয়ারম্যান। তাঁর কথায়, “এলাকা দখল নিয়ে কিফিরে, কোহিমা, ডিমাপুরে সাম্প্রতিক সংঘর্ষে হিংসা আরও ছড়িয়েছে। এ নিয়ে পুলিশ আইন মেনে ব্যবস্থা নেবে।”
সম্প্রতি, মুখ্যমন্ত্রী নেফিয়ু রিওকে চিঠি পাঠিয়ে তোলাবাজি বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। রিও পরামর্শ দেন— তোলাবাজি রুখতে শিবিরে থাকা সদস্যদের জন্য বিকল্প অর্থ সংস্থানের ব্যবস্থা করা হোক।
এ নিয়ে সিংহ জানান, মুখ্যমন্ত্রীর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। ওখা জেলায় আরও একটি শিবির গড়ার আর্জি জানায় খুলে বাহিনী। |
|
|
|
|
|