টুকরো খবর |
মুখ্যমন্ত্রীর স্ত্রীকে কটূক্তি, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ইভটিজারদের ‘শিকার’ খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রী! এমনই ঘটনা ঘটেছে মেঘালয়ের শিলং-এ। মুখ্যমন্ত্রী মুকুল সাংমার স্ত্রী তথা মহেন্দ্রগঞ্জের বিধায়ক ডিকাঞ্চি ডি সিরার গাড়ি আটকে তাঁর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। পুলিশ সূত্রের খবর, গতকাল নিজের গাড়িতে যাচ্ছিলেন ডিকাঞ্চি। একটি ট্যাক্সি ওই সময় তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। কয়েকজন যুবক নেমে তাঁকে লক্ষ্য করে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ। খবর পেয়েই তৎপর হয় পুলিশ। স্টিভেন খারমালকি নামে এক যুবককে গ্রেফতার করা হয়। আদালত ধৃতকে জেল হেফাজতে পাঠিয়েছে। ঘটনায় জড়িত অন্য যুবকদের খোঁজ চলছে।
|
যাবজ্জীবন কারাদণ্ড জঙ্গির
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বাটলা হাউস সংঘর্ষ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি শাহজাদের। ২০০৮ সালের ওই ঘটনায় ইনস্পেক্টর এম সি শর্মাকে খুন করেছিল শাহজাদ। আহত হন আরও দু’জন। যাবজ্জীবনের পাশাপাশি ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে শাহজাদকে। তার মধ্যে ৪০ হাজার টাকা দেওয়া হবে মৃত ইনস্পেক্টর এম সি শর্মার পরিবারকে।
পুরনো খবর: ভুয়ো নয় বাটলা হাউস সংঘর্ষ
|
স্কুলবাস-ট্রাক ধাক্কা, মৃত ১১ পড়ুয়া
সংবাদসংস্থা • জয়পুর |
স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ১১ জন পড়ুয়ার। রাজস্থানের হনুমানগড় জেলার ঘটনা। ঘটনাস্থলেই সাত জন পড়ুয়ার মৃত্যু হয়। পরে মৃত্যু হয় আরও চার জনের।
|
অপহৃত দুই কিশোর
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
গ্রামে হানা দিয়ে দু’জন কিশোরকে অপহরণ করল সশস্ত্র জঙ্গিরা। গত রাতে ত্রিপুরার লঙতরাইভ্যালি মহকুমার হারিয়ামনি রোয়াজা পাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অপহৃতদের নাম দারিমোহন ত্রিপুরা এবং উষাময় ত্রিপুরা। আজ রাত পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
|
গুচ্ছ প্রকল্প অধীরের |
শুধু বড় ট্রেন চালু করলেই হবে না। এ বার থেকে ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিয়ে যাত্রী পরিষেবার মান উন্নত করার আশ্বাস দিলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। মঙ্গলবার হাওড়া স্টেশনে পূর্ব রেলের নতুন কিছু ট্রেন এবং যাত্রী পরিষেবায় এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে একটি সুপারফাস্ট বাতানুকূল ট্রেন এ দিনই যাত্রা শুরু করল। ট্রেনটি প্রতি মঙ্গলবার হাওড়া থেকে ছাড়বে। অধীরবাবু এ দিন হাওড়া শাখার চারটি স্টেশনে এবং মালদহ শাখার আটটি জায়গায় কম্পিউটারচালিত সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি জানান, হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস এবং মালদহ টাউন-জামালপুর এক্সপ্রেস এ বার রোজই চলবে। |
|