টুকরো খবর
বিচ্ছেদে দুঁদে আইনজীবীর দ্বারস্থ মার্ডক-পত্নী
ছুটি কাটিয়ে এসে হঠাৎই হাতে পেয়েছিলেন ডিভোর্সের কাগজপত্র। চোদ্দো বছরের বিবাহিত জীবনের শেষ চমক যে এমন হতে চলেছে কল্পনাও করেননি মিডিয়া ব্যারন রুপার্ড মার্ডকের স্ত্রী ওয়েন্ডি। ডিভোর্সের মামলা যে তিক্ত হতে চলেছে, শেষ পর্যন্ত সেই ইঙ্গিতই দিলেন ওয়েন্ডি। নিউ ইয়র্কের প্রসিদ্ধ আইনজীবী, উইলিয়াম ডি জাবেলের শরণাপন্ন হয়েছেন তিনি। বিশ্বের তাবড় বড়লোক মক্কেলদের বিবাহবিচ্ছেদের মামলা লড়ে প্রচুর পরিমাণ খোরপোষ আদায়ের সুনাম রয়েছে জাবেলের। তাঁর এই মক্কেল তালিকার মধ্যে অন্যতম ছিলেন জেন বিসলে ওয়েলশ। জেনারেল ইলেকট্রিকের প্রাক্তন সিইও জ্যাক ওয়েলশের সঙ্গে জেন-এর মামলা লড়েছিলেন জাবেলই। বিচ্ছেদের খবর জানার পর রীতিমতো প্রথম সারির জনা আষ্টেক কৌঁসুলিকে সামনে বসিয়ে প্রশ্ন করে জাবেলকে বেছে নিয়েছেন ওয়েন্ডি। মার্ডকদের ফিফ্থ অ্যাভিনিউ -এর পেন্ট হাউস থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বুকে যে বিলাসবহুল জাহাজে তাঁরা ছুটি কাটাতেন, তার মালিকানার উপর ওয়েন্ডির কতটা দখল বজায় রাখতে পারেন জাবেল, সেটাই দেখার।

মৃত চালক
দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ট্রেনচালকের। গুরুতর জখম অপর ট্রেনচালক-সহ ৩৫-এরও বেশি যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধে সাতটা নাগাদ গ্র্যাঞ্জেস-প্রেস-মারন্যান্ড এলাকায়। মুখোমুখি সংঘর্ষের জেরে দু’টি ট্রেনেরই ইঞ্জিন ভেঙেচুড়ে দলা পাকিয়ে যায়। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ মৃত ওই ট্রেনচালকের দেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

পুরনো খবর:
সবচেয়ে প্রভাবশালী সেনা
প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভারতীয় সেনাবাহিনীই সবচেয়ে প্রভাবশালী বলে মনে করেন মার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল রেমন্ড টি ওডিয়ার্নো। তাই ভারতীয় সেনার সঙ্গে মার্কিন সেনার সম্পর্ক জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ভারত সফরে যান ওডিয়ার্নো।

সাদ্দাম হুসেনের তরোয়াল ফেরত
ইরাকে মার্কিন অভিযানের পরে সাদ্দাম হুসেনের অফিস থেকে চুরি যাওয়া তাঁর একটি তরোয়াল ইরাক সরকারকে ফেরত দিল আমেরিকা। নিউ হ্যাম্পশায়ারে একটি নিলামে ওই তরোয়াল বিক্রি হওয়ার সময়ে তা বাজেয়াপ্ত করে মার্কিন সরকার।

ডাকনাম জর্জি
ব্রিটিশ রাজকুমার উইলিয়াম ও কেট মিডলটনের ছেলের ডাকনাম ‘জর্জি’ রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ঠাকুর্দা যুবরাজ চার্লস। একটু বেশি চেঁচামেচি করলেও জর্জি ঠাকুর্দার খুব প্রিয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.