ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোয় বেনিয়মের অভিযোগকে ঘিরে পুলিশ ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চাপানউতোর শুরু হয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, যে সংস্থা ওই কাজ করেছে, তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, কাদের বিরুদ্ধে, কী অভিযোগ তা স্পষ্ট করে অভিযোগপত্রে জানাতে বলা হয়েছে। গত চার দিন ধরে এ নিয়ে দুই পক্ষের চাপনউতোরের জেরে ওই ঘটনায় পুলিশ এখনও তদন্তের কাজই শুরু করেনি। ফলে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এসজেডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শরদ দ্বিবেদী র দাবি, “আমাদের দিক থেকে সব রকম সহযোগিতাই করা হবে।” এ দিকে এসজেডিএ-র কর্মী আধিকারিকদের একাংশের অভিযোগ, প্রথম দফায় ক্যামেরা বসানো এবং ক্যামেরাগুলি বদলে দেওয়া এই প্রক্রিয়ায় পুলিশের একাংশের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা জরুরি। কর্তৃপক্ষ জানিয়েছেন, যে সংস্থা ওই কাজ করেছে তাদের নামে অভিযোগ করা হয়েছে। অভিযোগ, পিটিজেড ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর কথা থাকলেও ওই কোম্পানি অন্য ক্যামেরা বসিয়ে টাকা নিয়েছে। তা ছাড়া তদন্তের মাঝপথে তারা ক্যামেরাগুলি বদলে দিয়েছে বলে অভিযোগ। শিলিগুড়ি পুলিশ কমিশনার কারলিয়াপ্পজন জয়রামন বলেন, “প্রাথমিক ভাবে অভিযোগে কিছু অস্পষ্টতা থাকায় বিস্তারিত জানাতে বলা হয়েছিল। সব দেখে শীঘ্রই তদন্তে নামা হবে।” |
হোমে নির্যাতিতা নাবালিকাকে শনিবার ফের জিজ্ঞাসাবাদ করলেন শিশু কল্যান কমিটির সদস্যরা। এর পরেই তারা জানিয়েছেন, অন্তত ৩ বছর ধরে তাকে নানা রকম ভাবে অত্যাচার চালিয়েছেন হোমের দুই শিক্ষক। এ দিন কমিটির মহিলা সদস্যদের কাছে সে কথা জানান নির্যাতিতা মেয়েটি। কী করে নানা ভাবে তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়েছে ধৃত দুই শিক্ষক জর্জ স্যামুয়েল এবং জনসন ইডি তা কমিটির মহিলাদের কাছে জানিয়েছে ওই নাবালিকা। এই মুহূর্তে সে বাড়ি ফিরতে চায় না বলেও জানিয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।” শিলিগুড়ি সংলগ্ন অগমসিং গিরি নগর এলাকার একটি হোমে দীর্ঘ দিন ধরে ওই নাবালিকার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলত বলে অভিযোগ। পুলিশে অভিযোগ হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। |
এক আদিবাসী মহিলার দেহ উদ্ধারের পাঁচ দিনের মাথায় উত্তপ্ত হয়ে উঠল ফালাকাটার এথেলবাড়ি চা বাগান এলাকা। শনিবার সকালের ঘটনা। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই মহিলাকে মদ খাইয়ে ধর্ষণের পরে খুন করা হয়েছে। দু’জন সন্দেহভাজনের বাড়ি ঘিরে ক্ষুব্ধ বাসিন্দারা হইচই করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুজনকে থানায় নিয়ে জেরা করছে। পুলিশ জানায়, নিহত মহিলার নাম শকুন্তলা ওঁরাও (৩২)। তাঁকে ধর্ষণ ও খুনের অভিযোগে তাঁর স্বামী শ্রবণ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
|
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাশ কাউন্টার’ পরিচালনার দায়িত্ব বেসরকারি ব্যাঙ্কের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে অভিযোগ তুলে সরব হল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। অভিযোগ, বেসরকারি ব্যাঙ্কের হাতে সেই দায়িত্ব দিলে ভবিষ্যতে কর্মী সংকোচন হবে। তা ছাড়া বেসরকারি কোনও ব্যাঙ্ককে দায়িত্ব দিলে তারা মুনাফা তুলবে। বেসরকারি ব্যাঙ্ককে সেই সুযোগ দেওয়ার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে বলেও তারা সরব হয়েছেন। প্রতিবাদে শুক্রবার প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সভা, মিছিল করেন কর্মচারী সমিতির সদস্যসেরা।
|
বেসরকারি অর্থ লগ্নি সংস্থার এক এজেন্ট আত্মহত্যার চেষ্টা করলেন। শুক্রবার রাতে তিনি বিষ খান বলে অভিযোগ। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম বিমল রায়। বাড়ি শিলিগুড়ির জ্যোতিনগর এলাকায়। |