কখনও বিধান ভবনে, কখনও বিধানসভায়। তৃণমূলের অন্দরে জল্পনা বাড়াচ্ছেন মিত্র দম্পতি। তৃণমূল সাংসদ সোমেন মিত্র ক’দিন আগেই আচমকাই হাজির হন বিধানসভায়। কংগ্রেস পরিষদীয় দলের ঘরে বসে দু’দণ্ড গল্পগুজব করেছিলেন। সে দিন অবশ্য কংগ্রেসের কোনও বিধায়ক ছিলেন না। শনিবার সেই ঘরে ঘণ্টাখানেক কংগ্রেস বিধায়কদের সঙ্গে আড্ডা দিলেন সোমেন-জায়া তৃণমূল বিধায়ক শিখা মিত্র। আরও উস্কে দিলেন জল্পনার শিখা।
এর আগে বিধানচন্দ্র রায়ের জম্ম-মৃত্যুদিনের অনুষ্ঠানে বিধান ভবনে মিত্র দম্পতির উপস্থিতিতে নিয়েও চাঞ্চল্য হয়েছে তৃণমূলে। এ দিন ‘সৌজন্যের খাতিরে’ই তিনি কংগ্রেস পরিষদীয় দলের ঘরে গিয়েছিলেন বলে জানান শিখাদেবী। কংগ্রেসের প্রবীণ সদস্য জ্ঞানসিংহ সোহনপাল, মানস ভুঁইয়া, দেবপ্রসাদ রায় প্রমুখের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, অরুণ নেহরুর মুখাগ্নি করেছেন রাজীব-তনয়া প্রিয়ঙ্কার পুত্র রেহান। আপ্লুত শিখা বলেন, “এটা মহান হৃদয়বৃত্তি। এটা শিক্ষণীয়।” রাজ্যে শাসক দলের নেতানেত্রীর নাম না করলেও তাঁর অভিযোগ, “এখন বাংলার রাজনীতি থেকে ভদ্রতা, সভ্যতা হাওয়া! এখন চলছে গালিগালাজ।” সোমেনবাবুর কংগ্রেস ছাড়ার মূলে তিনিই, তা জানিয়ে শিখাদেবী বলেন, “আমাকেই তার প্রায়শ্চিত্ত করতে হবে।” তৃণমূল অবশ্য শিখাদেবীর কথাকে গুরুত্ব দেননি। মুকুল রায় বলেন, “আমাদের এ নিয়ে কোনও তাপ-উত্তাপ নেই।” |