মোবাইল ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা |
যানজটে আটকে থাকা ট্যাক্সিআরোহী এক মহিলার মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। শনিবার, বড়বাজার থানার রাজা কাটরার কাছে। ধৃতের নাম সন্দীপ সাউ। উদ্ধার হয়েছে মোবাইলটি। পুলিশ জানায়, এ দিন রাজা কাটরার কাছে শতরূপা দাশগুপ্ত নামে ওই মহিলার ট্যাক্সি কিছুক্ষণ যানজটে আটকে পড়ে। তখন তাঁর হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে একটি মিনিবাসে উঠে চম্পট দেয় সন্দীপ। মহিলার চিৎকারে এগিয়ে আসেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। তিনি সার্জেন্টকে জানান, সবুজ গেঞ্জি পরা এক যুবক তাঁর মোবাইল ছিনিয়ে মিনিবাসে উঠে পালাচ্ছে। জানান, বাসটি ব্রেবোর্ন রোড উড়ালপুল দিয়ে ক্যানিং স্ট্রিটের দিকে যাচ্ছে। মোটরবাইকে বাসটির পিছু নেন সার্জেন্ট। অয়্যারলেসে খবর পাঠানো হয় ব্রেবোর্ন রোডের ট্রাফিক সার্জেন্টদেরও। বাসটি ব্রেবোর্ন রোডের খ্যাংরাপট্টি পৌঁছলে ওই সার্জেন্টরা সন্দীপকে ধরে বড়বাজার থানার পুলিশ কর্মীদের হাতে তুলে দেন।
|
আদালতের রায়ে অবশেষে আগামী ২১ সেপ্টেম্বর ভোট হবে কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। প্রায় দু’বছর ধরে পুর-প্রতিনিধি নেই ওই ওয়ার্ডে। ২০১১ সালে তৃণমূল কাউন্সিলর ইলা দামের মৃত্যুর পর থেকে আসনটি খালি। এত দিনেও ভোট হয়নি কেন? পুরসভার এক আধিকারিকের কথায়, “নির্বাচন করানোর দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। আমাদের নয়।” তিনি জানান, কোনও ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হলে তা রাজ্য নির্বাচন কমিশনের অফিসে জানিয়ে দেওয়া পুরসভার কাজ। সম্প্রতি রাজ্যের কয়েকটি পুরসভায় নির্বাচন নিয়ে আদালতে একটি মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে ১২টি পুরসভার সঙ্গে কলকাতা পুরসভার দু’টি ওয়ার্ডে উপনির্বাচন করার নির্দেশ দেয় হাইকোর্ট।
|
কন্ট্রোল রুমের ফোন খারাপ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ল লালবাজার। শনিবার সকাল সাড়ে সাতটা থেকে প্রায় দু’ঘণ্টা ওই ফোন খারাপ ছিল। লালবাজার সূত্রের খবর, অভ্যন্তরীণ গোলযোগের কারণেই ফোন খারাপ হয়। |