মাছের বাজারে চলে এসেছে ঝুড়ি ভর্তি ইলিশ। দামও মধ্যবিত্তের হাতের নাগালে। ৪০০ থেকে ৫০০ টাকা কেজি। তবে ইলিশের ওজন দেখে চমকে উঠছেন ক্রেতারা। খুব বেশি হলে ৪০০-৫০০ গ্রাম, কখনও তার থেকেও কম। বড় ইলিশের পাশাপাশি ছোট ইলিশেরই এখন রমরমা কলকাতার বাজারগুলিতে। তবে প্রশ্ন উঠেছে, যেখানে ৫০০ গ্রামের চেয়ে কম ওজনের ইলিশ ধরা নিষিদ্ধ, সেখানে এই ছোট ইলিশ বাজারে আসছে কী করে? অভিযোগ, সরকারি নজরদারির অভাবেই নদীর মোহনা থেকে দেদার ধরা হচ্ছে এই ছোট ইলিশ। আর সেই ইলিশই বিক্রি হচ্ছে কলকাতার বাজারগুলিতে।
মানিকতলা বাজারে গিয়ে দেখা গেল, এক-দেড় কেজি ওজনের ইলিশের পাশাপাশি রয়েছে ৪০০ থেকে ৫০০, ৬০০ গ্রামের ইলিশও। মাছ-বিক্রেতারা জানালেন, এই সব ইলিশ ফ্রেজারগঞ্জের সমুদ্র মোহনা থেকে ধরা। তবে শুধু মানিকতলা বাজারই নয়, শোভাবাজার, বাঙুর বাজার, লেক মার্কেট, বাগুইআটি বাজার, সল্টলেকের বিডি মার্কেটেও মিলছে এই ছোট ইলিশ। বিক্রেতারা জানালেন, এক-দেড় কিলোগ্রাম ওজনের বড় ইলিশের দাম এখনও মধ্যবিত্তের নাগালের বাইরেই। এক-দেড় হাজার টাকা দিয়ে যাঁরা সব সময়ে ইলিশ কিনতে পারছেন না, তাঁদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ছোট ইলিশ। |
তবে এই ছোট ইলিশ কলকাতার বাজারে ছেয়ে যাওয়া নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন ‘ফিশ ইমপোর্ট অ্যাসোসিয়েশন’-এর সভাপতি অতুল দাস। তিনি বলেন, “ছোট ইলিশ সমুদ্র থেকে নদীর মিষ্টি জলে প্রবেশ করার পরে দ্রুত বাড়তে থাকে। এই ইলিশগুলি ধরা হচ্ছে সমুদ্র থেকে নদীতে ঢোকার আগেই। ফলে ইলিশগুলি বড় হওয়ার আগেই জেলেদের জালে ধরা পড়ে যাচ্ছে। বড় হওয়ার সুযোগই পাচ্ছে না। কোনও কোনও ইলিশের ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম। কখনও তার থেকে কম ওজনের ইলিশও ধরছেন জেলেরা।” অতুলবাবু আরও বলেন, “এই ইলিশগুলি ধরা সম্পূর্ণ বেআইনি। এর ফলে ভবিষ্যতে বাজারে ভাল ও বড় ইলিশের জোগান আরও কমে যাবে। আমরা সরকারকে আবেদন করছি, নদীর মোহনাগুলিতে ভাল করে নজরদারি চালাতে। যে ট্রলারগুলি সমুদ্রে ইলিশ ধরতে যাচ্ছে, সেগুলির উপরে নজরদারি চালানো জরুরি।” মানিকতলা বাজারের ইলিশ বিক্রেতা প্রদীপ মণ্ডল বলেন, “কলকাতার নামী বাজারগুলিতে যেহেতু নজরদারি বেশি থাকে, তাই এই বাজারগুলিতে ছোট ইলিশ কম বিক্রি হয়। শহরের পাড়ার ছোট ছোট বাজারগুলিতে ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ বেশি বিক্রি হচ্ছে। বেশির ভাগই এসেছে দিঘার মোহনা, ফ্রেজারগঞ্জ, নামখানা থেকে।” সল্টলেকের এফডি মার্কেটের মাছ বিক্রেতা কৃষ্ণ মাঝি বলেন, “সম্প্রতি আমাদের বাজারে যে সব ছোট ইলিশ এসেছে, সেগুলি বেশির ভাগই দিঘার মোহনা থেকে ধরা।”
বাজারে ৫০০ গ্রামের কম ওজনের ইলিশও যে বিক্রি হচ্ছে, তা স্বীকার করে নিয়েছেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। চন্দ্রনাথবাবু বলেন, “আমাদের এখানে ছোট ইলিশ ধরা নিষিদ্ধ। ছোট ইলিশ কলকাতার বাজারগুলিতে কী পরিমাণ বিক্রি হচ্ছে ও কোথা থেকে ইলিশ আসছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। মোহনাগুলিতেও এত বছর ধরে ছোট ইলিশ ধরা নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা ছিল না, ফলে জেলেদের সচেতনতাও তৈরি হয়নি। কোনও ভাবেই যেন ছোট ইলিশ ধরা না হয়, সেই ব্যপারে সচেতন করার প্রক্রিয়া চালু হয়েছে।” |