বার্সেলোনার নতুন কোচ হিসেবে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনেই কোটি টাকার সেই প্রশ্নের মুখে পড়তে হল জেরার্দো মার্টিনোকে। হালফিলে যে প্রশ্নে নিজেদের মতামত রেখেছেন জোহান ক্রুয়েফ থেকে জাভি, ইনিয়েস্তা থেকে রিভাল্ডো। এ দিন বার্সেলোনার সঙ্গে দু’বছরের চুক্তি সই করার প্রায় সঙ্গে সঙ্গেই মার্টিনোকে জিজ্ঞেস করা হল, মেসি-নেইমার জুটি কতটা সফল হবে?
নতুন মরসুমে যাঁর ঘাড়ে এই জুটির ভাগ্য নির্ধারণের দায়িত্ব পড়তে চলেছে, সেই মার্টিনো বলেন, “আমি ভাবতেই পারছি না যে মেসি ও নেইমার একসঙ্গে ভাল খেলতে পারবে না। যদি না খেলতে পারে, তা হলে অবশ্যই সেই দোষটা আমার।” বার্সেলোনা সাম্রাজ্যে নতুন অতিথি নেইমারের জন্য মাঠে মেসির জায়গা বদলাবেন না, সেটাও বলে দিলেন মার্টিনো। “মেসি এখন আগের থেকে অনেক বেশি গোল করছে। কোনও ভাবেই ওর জায়গা বদলাব না,” বলে দিচ্ছেন নতুন বার্সা কোচ। |
সদ্যপ্রাক্তন বার্সা কোচ টিটো ভিলানোভার পছন্দ লুইস এনরিকে হলেও, অবশেষে মেসির পছন্দের কোচকেই বার্সা হটসিটে বসানো হয়। যদিও এলএম টেনের সঙ্গে ব্যক্তিগত ভাবে কোনও দিন কথা হয়নি বলে জানাচ্ছেন মার্টিনো। “মেসি আর আমি একই ক্লাবে থেকে বড় হয়েছি। তবে কোনও দিন ওর সঙ্গে কথা হয়নি।” বার্সেলোনার নতুন কোচ মেসিদের খেলার ধরন খুব বেশি পাল্টাবেন না। “বার্সেলোনা যে ভাবে খেলে সে ভাবেই খেলবে। আমি শুধু কিছু নতুন জিনিস যোগ করব,” বলেন মার্টিনো।
পাশাপাশি বার্সেলোনার তারকা মিডফিল্ডার সেস ফাব্রেগাসকে নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে মার্টিনো বলে দিয়েছেন, “এত ভাল ফুটবলারকে সই করাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অবশ্যই চাইবে। কিন্তু দু’বার ওদের প্রস্তাব খারিজ হয়েছে। আর তৃতীয় বার আমি নিজেই করব।” আর ভিলানোভা? বার্সার প্রাক্তন কোচের জন্য একটাই বার্তা মার্টিনোর। “সবাই জানে আমি কেন এসেছি। টিটো সুস্থ হোক কামনা করি।” |