বার্সেলোনায় মেসিদের নতুন কোচ কে? ক্যানসারে আক্রান্ত টিটো ভিলানোভা সরে যাওয়ার পর সবথেকে বড় প্রশ্ন এখন এটাই। সবে দু’দিন প্র্যাক্টিস হয়েছে। নতুন মরসুম শুরু হতে এক মাসও বাকি নেই। এর মধ্যে হঠাৎ ধেয়ে আসা এই বিপদ সামলে মঙ্গলবারের মধ্যে নতুন কোচ ঠিক করে ফেলতে চায় বার্সা। স্প্যানিশ ক্লাবের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম’-এর সামনে এখন দুটো লক্ষ্য। ভিলানোভার পাশে দাঁড়ানো আর নতুন কোচ নিয়োগের ব্যাপারটা যত দ্রুত সম্ভব মেটানো। আর এই দুটো কাজেই ক্লাবের ভরসা লিও মেসি। |
বিষণ্ণ মেসি। ভিলানোভা বিদায় ঘোষণার সেই সাংবাদিক সম্মেলনে। |
ভিলানোভার হট সিটে বসার দৌড়ে এগিয়ে মেসির দেশের ম্যানেজার জেরার্ডো মার্টিনো। প্রথমে যদিও শোনা যাচ্ছিল বার্সার অস্থায়ী কোচ রুবিই এগিয়ে। কিন্তু স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে মেসির প্রিয় ক্লাব আর্জেন্তিনার নিউওয়েল ওল্ড বয়েজকে গত বার যিনি চ্যাম্পিয়ন করেছিলেন, সেই মার্টিনোই মোটামুটি নিশ্চিত। আর্জেন্তিনার মিডিয়া আবার জানাচ্ছে ৫০ বছর বয়সি মার্টিনোর সঙ্গে কথাবার্তা পাকা করতে ক’য়েক দিনের মধ্যেই বার্সেলোনার একটি প্রতিনিধি দল বুয়েনস আইরেসে উড়ে যাচ্ছে। মেসি খুব ভাল করে চেনেন মার্টিনোকে। বছর খানেক আগে নিউওয়েলের কোচের দায়িত্ব নেওয়ার সময় ‘এল টাটা’-র প্রচুর প্রশংসাও করেছিলেন বার্সার রাজপুত্র। মার্টিনোর এগিয়ে থাকার পিছনে তাই মেসির হাত থাকাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বার্সার নতুন কোচের সম্ভাব্য তালিকায় অবশ্য আরও কয়েকটা নাম ভাসছে। এর মধ্যে আর্জেন্তিনারই মার্সেলো বিয়েলসা, বায়ার্ন মিউনিখের সদ্য দায়িত্ব ছেড়ে দেওয়া কোচ জুপ হেইনকেসও আছেন। প্রাক্তন বার্সেলোনা প্লেয়ার মাইকেল লড্রপ, লুইস এনরিকের নামও উঠে আসছে। |
চার দাবিদার |
জেরার্ডো মার্টিনো
• আর্জেন্তিনার প্রাক্তন মিডফিল্ডার। ২০০৭-এ প্যারাগুয়ের দায়িত্ব নেওয়ার আগে চার বার সে দেশের লিগ জয়ী কোচ। সেই বছরই দক্ষিণ আমেরিকার সেরা। এখন মেসির ছোটবেলার ক্লাব ওল্ড বয়েজে। |
লুইস এনরিকে
• প্রাক্তন স্প্যানিশ ফুটবলার। বার্সেলোনা, রিয়াল দুই ক্লাবেই খেলেছেন। ২০০৮-এ বার্সেলোনার ‘বি’ টিমের কোচের দায়িত্বে ছিলেন। গত মাসে লা লিগা ক্লাব সেল্টা ভিগোর দায়িত্ব নেন। |
মাইকেল লড্রপ
• ডেনমার্কের প্রাক্তন তারকা। বার্সেলোনায় চার বার লা লিগা জেতেন। রিয়ালে এক বার। কোচিং শুরু ড্যানিশ জাতীয় দলে সহকারী হয়ে। ২০১২ থেকে প্রিমিয়ার লিগ ক্লাব সোয়ানসি সিটির দায়িত্বে। |
মার্সেলো বিয়েলসা
• প্রাক্তন আর্জেন্তিনীয়। শুধু ক্লাব নয়, আর্জেন্তিনা, চিলির জাতীয় দলেরও কোচ ছিলেন। ২০১১ থেকে আটলেটিকো বিলবাওয়ের দায়িত্বে। ৩০ জুন চুক্তি শেষ হয়। এখন কোনও ক্লাব নেই। |
|