|
|
|
|
বিতর্কে ব্যাডমিন্টনে |
আইবিএলে বিদ্রোহের আঁচ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
জ্বালা গাট্টা, অশ্বিনী পোনাপ্পাদের বিক্ষোভের চড়া সুরের মধ্যেই নতুন ধাক্কা ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে। এ বার লিগ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুললেন ভারতের অন্যতম সফল ডাবলস জুটির দুই সদস্য, রূপেশ কুমার ও সানাভে টমাস। জ্বালাদের মতোই নিলামে না জানিয়ে বেস প্রাইস কমানো হয় রূপেশ আর সানাভের। যাতে প্রচণ্ড ক্ষুব্ধ ২০০৪-২০১০, টানা সাত বছর জাতীয় চ্যাম্পিয়ন থাকা এই দু’জন। তাঁরা সাফ বলেছেন, আইবিএলের চুক্তিতে আদৌ সই করবেন কি না, সেটা ভেবে দেখছেন। এ দিকে, নিলামে বিক্রি না হওয়া বিশ্বের ৪৩ নম্বর আনন্দ পওয়ার নিলামের গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, “ভারতীয় দলের সদস্য এবং ক’মাস আগে ইন্ডিয়া সুপার সিরিজের সেমিফাইনালিস্ট হওয়া সত্ত্বেও আমাকে কেউ কিনল না। এটা কি শুধুই দুর্ভাগ্য, নাকি...?” ফলে শুরু হওয়ার আগেই বিতর্কে জর্জরিত আইবিএল। |
জ্বালা: বিক্ষোভের মুখ। |
বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে সুপার সিরিজ, সর্বত্র জুটি বেঁধে খেলা রূপেশ আর সানাভেকে পুণে পিস্তলস কিনেছে পাঁচ হাজার ডলার করে দাম দিয়ে। কিন্তু ক্ষুব্ধ রূপেশ জানিয়েছেন, তিনি স্তম্ভিত। বলেছেন, “চুক্তিতে পরিষ্কার লেখা ছিল, যারা এশিয়ান গেমস, কমনওয়েল্থ, টমাস কাপ আর সুপার সিরিজ খেলেছে, তাদের দাম শুরু হবে ১৫ হাজার ডলার থেকে। কিন্তু না জানিয়ে দাম কমিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংগঠকেরা ব্যাপারটা রিভিউ না করলে আমাদের সামনে লিগ থেকে সরে দাঁড়ানো ছাড়া আর হয়তো অন্য রাস্তা থাকবে না।” জ্বালারা ক্ষোভ প্রকাশ করলেও লিগ থেকে সরে দাঁড়াননি। জাতীয় কোচ পুল্লেলা গোপীচন্দও জ্বালাদের দাম কমার পিছনে লিগ থেকে মেয়েদের ডাবলস উঠে যাওয়াকে মূল কারণ দেখিয়েছেন।
|
পুরনো খবর: খেলেই অপমানের জবাব দিতে চান জ্বালা
|
|
|
|
|
|