ডিআরএস নিখুঁত নয় মেনে নিচ্ছেন টফেলও নিজস্ব প্রতিবেদন |
অ্যাসেজ সিরিজে যখন ডিআরএস নিয়ে ০-২ পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া দল ক্ষুব্ধ, সেই সময় এক বিখ্যাত প্রাক্তন অস্ট্রেলীয় আম্পায়ার আউটের ব্যাপারে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে বাস্তববাদী হওয়ার পক্ষে সওয়াল করলেন। তিনি সাইমন টফেল যেমন এক দিকে তাঁর বক্তব্যে ডিআরএসের পুরো একশো ভাগ টেকনিক্যাল সঠিক না হওয়ার সম্ভাবনা থাকার কথা বলে ভারতীয় বোর্ডের হাত শক্ত করেছেন। তেমনই বলেছেন, “ক্রিকেট খেলাটায় যত রকমের টেকনিক্যাল সিস্টেম চালু করা হয়েছে, কোনওটাই পুরোপুরি সঠিক নয়। তবে পাশাপাশি প্রতিটা সিস্টেমের ব্যাপারেই তো আমরা সমঝোতাও করেছি।” |
|
১৩তম এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে স্মারক বক্তৃতা এ বার দিয়েছেন সাইমন টফেল। রিচি বেনো ও অ্যাডাম গিলক্রিস্টের পর তৃতীয় অস্ট্রেলীয়। ওই বক্তৃতায় আউটের ব্যাপারে তৃতীয় আম্পায়ারের প্রযুক্তির শরণাপন্ন হওয়াটা মাঠের আম্পায়ারদের কাছে ‘দু’দিকে ধার থাকা ছুরি’র মতো বলে মম্তব্য করেন টফেল। সে জন্যই তিনি প্রযুক্তির পুরো ব্যাপারটাকে বাস্তববাদী মনেভাব নিয়ে দেখার ডাক দিচ্ছেন। “এখনকার ক্রিকেটে মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত নানান ক্যামেরা সরেজমিন পরীক্ষা করছে। স্লো মোশন। আলট্রা মোশন। হটস্পট। স্নিকো। স্টাম্প অডিও। এ সবের সঙ্গে কমেন্ট্রি বক্সে বসা ভাষ্যকার আর বিশেষজ্ঞ তো আছেনই। ফলে পুরো স্ক্রুটিনিটাই পাবলিক স্ক্রুটিনি। স্বভাবতই তাতে মতানৈক্য দেখা দিতে পারে। সে জন্য সঠিক সিদ্ধান্তটাকে বাস্তববাদী নিরিখে দেখাই ভাল। কোনও প্রযুত্তিই একশো ভাগ নিখুঁত নয়।”
|
পুরনো খবর: আইসিসি-র সঙ্গে যুদ্ধে মজবুত হচ্ছে ভারতের হাত |
|